ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

কনসার্টের অভিজ্ঞতা দেবে স্যামসাংয়ের নতুন ইয়ারবাডস

  • আপডেট সময় : ০১:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে ফ্লাগশিপ ওয়্যারলেস ইয়ারবাডস হিসেবে ‘গ্যালাক্সি বাডস২ প্রো’ উন্মোচন করেছে স্যামসাং। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ২৪ বিটের হাই-ফাই অডিও। এ ছাড়া সাউন্ডকে একদম আসলের মতো করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ৩৬০ অডিও, যা ব্যবহারকারীকে কনসার্টের অভিজ্ঞতা দেবে। সর্বাধুনিক ৩৬০ অডিও ব্যবহারকারীর মাথা দোলানোর সাথে সাথে সাউন্ড দিকনির্দেশ সুবিধাও দেবে। অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারের মাধ্যমে এই ইয়ারবাডস বাইরের অপ্রয়োজনীয় আওয়াজ কিংবা বাতাসের শোঁ শোঁ শব্দকেও আলাদা করে বাদ দিতে পারে। এমনকি আশপাশে কথা চলতে থাকলে ভয়েসকে আলাদাভাবে চিহ্নিত করার মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে কথা শোনার পরিবেশ তৈরি করবে, এতে করে ব্যবহারকারীকে আলাদা করে বাডস বন্ধ করতে হবে না। সর্বাধুনিক এই গ্যালাক্সি বাডসে ব্যবহার করা হয়েছে স্বাচ্ছন্দ্যদায়ক ডিজাইন স্ট্রাকচার। আরামদায়কভাবে পুরোপুরি কানের সঙ্গে সামঞ্জস্য করার মতো করে ডিজাইন করা হয়েছে এটি। সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্পষ্ট সাউন্ড নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে এনহ্যান্সড উইন্ড ফ্লো ফিচার, যা ইয়ার ক্যানেলের চাপ ও অপ্রয়োজনীয় আওয়াজ কমিয়ে আনতে সহায়তা করে।
আগের ভার্সনের ইয়ারবাডসের তুলনায় নতুন এই ইয়ারবাডসের আকার ১৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে, ফলে এটির ওজন হয়েছে মাত্র ৫.৫ গ্রাম। তার ওপর ব্যবহারকারীদের জন্য যথার্থ আকারের বাডস বাছাই করা সহজ করতে এটির সঙ্গে থাকছে তিনটি আলাদা আকারের সিলিকন টিপস। পাশাপাশি, গ্যালাক্সি বাডস২ প্রো তে রয়েছে আইপিএক্স৭ ওয়াটার রেসিজটেন্স। দুর্ঘটনাবশত পানিতে ভিজে গেলে, বৃষ্টির কারণে অথবা শরীরচর্চা করার সময় ঝরে পড়া ঘামেও এই বাডসটি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে সক্ষম হবে। গ্যালাক্সি বাডস২ প্রো-তে আরো রয়েছে বিরামহীন কানেক্টিভিটির নিশ্চয়তা। অ্যান্ড্রয়েড ১০ ও এর ওপরের স্যামসাং গ্যালাক্সি ডিভাইসগুলোর সঙ্গে মাত্র এক ট্যাপে বাডস কেডস খুললেই এটি কানেক্ট হয়ে যাবে। অটো সুইচ ফিচারের কারণে এটি স্বয়ংক্রিয়ভাবে মোবাইলের কার্যক্রম ডিটেক্ট করতে পারে এবং গ্যালাক্সি ফোন, ট্যাবলেট, ঘড়ি এমনকি টিভির সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কানেকশন পরিবর্তন করে নিতে সক্ষম। এছাড়া, মাত্র দু’বার গ্যালাক্সি বাডস২ প্রো’তে ট্যাপ করেই ফোনে আসা কল রিসিভ করা যাবে। এটির স্মার্টথিংস ফাইন্ড ফিচারের কারণে ব্যবহারকারী খুব সহজেই এদিক-ওদিক রাখা ইয়ারবাডস খুঁজে নিতে সক্ষম হবেন। ইয়ারবাডস ভুল করে রেখে দূরে যাওয়ার সময় এটির সঙ্গে থাকা অ্যালার্ম তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পাঠাবে। ইয়ারবাডসটি ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি সাপোর্ট দেবে থাকবে; এ ছাড়া, ব্যবহারের সময় টানা এএনসি ব্যবহার করা হলেও এতে ৫ ঘণ্টা চার্জ থাকবে। এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকসের হেড অব মোবাইল মো. মুয়ীদূর রহমান বলেন, ‘ওয়্যারলেস অডিওর চাহিদা ক্রমাগত বাড়ছে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা ফিচারে ভরপুর দুর্দান্ত অডিওর অভিজ্ঞতা দিতে স্যামসাং এবার নিয়ে এসেছে গ্যালাক্সি বাডস২ প্রো। এটি গান শোনা, ভিডিও গেমস খেলা ও কাছের মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে নিখুঁত ও আরামদায়ক অনুভূতি নিশ্চিত করবে।’ নতুন এই ইয়ারবাডসটির দাম ২৬,৯৯৯ টাকা। উন্মোচন অফার হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করা যাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

কনসার্টের অভিজ্ঞতা দেবে স্যামসাংয়ের নতুন ইয়ারবাডস

আপডেট সময় : ০১:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

প্রযুক্তি ডেস্ক : দেশের বাজারে ফ্লাগশিপ ওয়্যারলেস ইয়ারবাডস হিসেবে ‘গ্যালাক্সি বাডস২ প্রো’ উন্মোচন করেছে স্যামসাং। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ২৪ বিটের হাই-ফাই অডিও। এ ছাড়া সাউন্ডকে একদম আসলের মতো করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ৩৬০ অডিও, যা ব্যবহারকারীকে কনসার্টের অভিজ্ঞতা দেবে। সর্বাধুনিক ৩৬০ অডিও ব্যবহারকারীর মাথা দোলানোর সাথে সাথে সাউন্ড দিকনির্দেশ সুবিধাও দেবে। অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারের মাধ্যমে এই ইয়ারবাডস বাইরের অপ্রয়োজনীয় আওয়াজ কিংবা বাতাসের শোঁ শোঁ শব্দকেও আলাদা করে বাদ দিতে পারে। এমনকি আশপাশে কথা চলতে থাকলে ভয়েসকে আলাদাভাবে চিহ্নিত করার মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে কথা শোনার পরিবেশ তৈরি করবে, এতে করে ব্যবহারকারীকে আলাদা করে বাডস বন্ধ করতে হবে না। সর্বাধুনিক এই গ্যালাক্সি বাডসে ব্যবহার করা হয়েছে স্বাচ্ছন্দ্যদায়ক ডিজাইন স্ট্রাকচার। আরামদায়কভাবে পুরোপুরি কানের সঙ্গে সামঞ্জস্য করার মতো করে ডিজাইন করা হয়েছে এটি। সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্পষ্ট সাউন্ড নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে এনহ্যান্সড উইন্ড ফ্লো ফিচার, যা ইয়ার ক্যানেলের চাপ ও অপ্রয়োজনীয় আওয়াজ কমিয়ে আনতে সহায়তা করে।
আগের ভার্সনের ইয়ারবাডসের তুলনায় নতুন এই ইয়ারবাডসের আকার ১৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে, ফলে এটির ওজন হয়েছে মাত্র ৫.৫ গ্রাম। তার ওপর ব্যবহারকারীদের জন্য যথার্থ আকারের বাডস বাছাই করা সহজ করতে এটির সঙ্গে থাকছে তিনটি আলাদা আকারের সিলিকন টিপস। পাশাপাশি, গ্যালাক্সি বাডস২ প্রো তে রয়েছে আইপিএক্স৭ ওয়াটার রেসিজটেন্স। দুর্ঘটনাবশত পানিতে ভিজে গেলে, বৃষ্টির কারণে অথবা শরীরচর্চা করার সময় ঝরে পড়া ঘামেও এই বাডসটি স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে সক্ষম হবে। গ্যালাক্সি বাডস২ প্রো-তে আরো রয়েছে বিরামহীন কানেক্টিভিটির নিশ্চয়তা। অ্যান্ড্রয়েড ১০ ও এর ওপরের স্যামসাং গ্যালাক্সি ডিভাইসগুলোর সঙ্গে মাত্র এক ট্যাপে বাডস কেডস খুললেই এটি কানেক্ট হয়ে যাবে। অটো সুইচ ফিচারের কারণে এটি স্বয়ংক্রিয়ভাবে মোবাইলের কার্যক্রম ডিটেক্ট করতে পারে এবং গ্যালাক্সি ফোন, ট্যাবলেট, ঘড়ি এমনকি টিভির সঙ্গে নিরবচ্ছিন্নভাবে কানেকশন পরিবর্তন করে নিতে সক্ষম। এছাড়া, মাত্র দু’বার গ্যালাক্সি বাডস২ প্রো’তে ট্যাপ করেই ফোনে আসা কল রিসিভ করা যাবে। এটির স্মার্টথিংস ফাইন্ড ফিচারের কারণে ব্যবহারকারী খুব সহজেই এদিক-ওদিক রাখা ইয়ারবাডস খুঁজে নিতে সক্ষম হবেন। ইয়ারবাডস ভুল করে রেখে দূরে যাওয়ার সময় এটির সঙ্গে থাকা অ্যালার্ম তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন পাঠাবে। ইয়ারবাডসটি ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি সাপোর্ট দেবে থাকবে; এ ছাড়া, ব্যবহারের সময় টানা এএনসি ব্যবহার করা হলেও এতে ৫ ঘণ্টা চার্জ থাকবে। এ বিষয়ে স্যামসাং ইলেকট্রনিকসের হেড অব মোবাইল মো. মুয়ীদূর রহমান বলেন, ‘ওয়্যারলেস অডিওর চাহিদা ক্রমাগত বাড়ছে। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা ফিচারে ভরপুর দুর্দান্ত অডিওর অভিজ্ঞতা দিতে স্যামসাং এবার নিয়ে এসেছে গ্যালাক্সি বাডস২ প্রো। এটি গান শোনা, ভিডিও গেমস খেলা ও কাছের মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে নিখুঁত ও আরামদায়ক অনুভূতি নিশ্চিত করবে।’ নতুন এই ইয়ারবাডসটির দাম ২৬,৯৯৯ টাকা। উন্মোচন অফার হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা উপভোগ করা যাবে।