নিজস্ব প্রতিবেদক : ঢাকার বছিলায় বিক্রয় কেন্দ্র খুলেছে লাবিব গ্রুপের কৃষি খামার আলমগীর র্যাঞ্চ লিমিটেড। সেখানে কোরবানির গরু মিলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লাবিব গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকালে কৃষি খামার আলমগীর র্যাঞ্চের বছিলা সেলস সেন্টার উদ্বোধন করা হয়। “কোরবানির ঈদকে সামনে রেখে গ্রাহকদের নিকট সুস্থ, সবল ও উন্নত জাতের গরু সরবরাহ করার লক্ষ্যে এই সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়।” বিজ্ঞপ্তিতে বলা হয়, আলমগীর র্যাঞ্চ তাদের গরুগুলোকে ভেজালমুক্ত, পুষ্টিকর ও নিরাপদ খাবার খাওয়ানোর মাধ্যমে প্রাকৃতিকভাবে লালন-পালন করে থাকে। কৃত্রিম খাবার, অনিরাপদ ওষুধ, স্টেরয়েড কিংবা হরমোন ব্যবহার করা হয় না। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে আলমগীর র্যাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, সুলতানা জাহানও উপস্থিত ছিলেন।