চট্টগ্রাম প্রতিনিধি : কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রাম হয়ে নোয়াখালীর ভাসানচর গেছেন আরো ৯৫০ জন রোহিঙ্গা। গতকাল সোমবার সকাল ১১টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর দুটি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে। কক্সবাজারের ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন বষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রাতে রোহিঙ্গা সদস্যদের চট্টগ্রামের পতেঙ্গায় ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। জানা গেছে, স্বেচ্ছায় যেতে আগ্রহী রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর উদ্যোগ নেয় ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কার্যালয়। পরে তালিকা অনুযায়ী ৯৫০ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়। এ নিয়ে কক্সবাজার, উখিয়া থেকে প্রায় ৩০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে।