কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে গিয়ে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ত্রিমোহনী সড়কের মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতপুর গামী একটি যাত্রীবাহী বাস মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেই সাথে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
কুষ্টিয়ায় বাস উল্টে দুই নারী যাত্রী নিহত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ