ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

বাইডেন বিশৃঙ্খলা-সন্ত্রাস উসকে দিচ্ছেন : ইরানের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০১:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানজুড়ে ‘বিশৃঙ্খলা উসকে দেওয়ার’ জন্য জো বাইডেনকে অভিযুক্ত করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সি কুর্দি নারী মাহশা আমিনি (২২) ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কঠোর পোশাকবিধি বাতিল এবং নারীদের অবাধ চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়। এখন ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতেও আন্দোলন চলছে। দেশটিতে চলমান বিক্ষোভের প্রতি গত মাসেই সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরই প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন, ‘আমেরিকান প্রেসিডেন্ট যিনি মন্তব্যের মাধ্যমে অন্য দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসের উসকানি দেন। তাকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার চিরন্তন বাণী মনে করিয়ে দেওয়া উচিত, যিনি আমেরিকাকে গ্রেট শয়তান বলেছিলেন।’ এদিন রাইসি আরও বলেন, জণগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শত্রুর চক্রান্তের মোকাবিলা করতে হবে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমরা ইরানের নাগরিকদের এবং সাহসী নারীদের পাশে দাঁড়িয়েছি। ইরানে যা ঘটছে তাতে আমি স্তম্ভিত। আমি মনে করি না দীর্ঘ সময়ের জন্য শান্ত হবে পরিস্থিতি। ইরানজুড়ে সহিংস বিক্ষোভে নিরাপত্তা সদস্যদের গুলিতে অর্ধশতাধিক নাগরিক নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে তেহরান। সূত্র: আল জাজিরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাইডেন বিশৃঙ্খলা-সন্ত্রাস উসকে দিচ্ছেন : ইরানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০১:০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানজুড়ে ‘বিশৃঙ্খলা উসকে দেওয়ার’ জন্য জো বাইডেনকে অভিযুক্ত করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সি কুর্দি নারী মাহশা আমিনি (২২) ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কঠোর পোশাকবিধি বাতিল এবং নারীদের অবাধ চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়। এখন ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতেও আন্দোলন চলছে। দেশটিতে চলমান বিক্ষোভের প্রতি গত মাসেই সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরই প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন, ‘আমেরিকান প্রেসিডেন্ট যিনি মন্তব্যের মাধ্যমে অন্য দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসের উসকানি দেন। তাকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার চিরন্তন বাণী মনে করিয়ে দেওয়া উচিত, যিনি আমেরিকাকে গ্রেট শয়তান বলেছিলেন।’ এদিন রাইসি আরও বলেন, জণগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শত্রুর চক্রান্তের মোকাবিলা করতে হবে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমরা ইরানের নাগরিকদের এবং সাহসী নারীদের পাশে দাঁড়িয়েছি। ইরানে যা ঘটছে তাতে আমি স্তম্ভিত। আমি মনে করি না দীর্ঘ সময়ের জন্য শান্ত হবে পরিস্থিতি। ইরানজুড়ে সহিংস বিক্ষোভে নিরাপত্তা সদস্যদের গুলিতে অর্ধশতাধিক নাগরিক নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে তেহরান। সূত্র: আল জাজিরা।