ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

২০২৩ এশিয়ান কাপও কাতারে

  • আপডেট সময় : ১২:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : এ বছরই প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে কাতার। পরের বছর দেশটি আয়োজন করবে এএফসি এশিয়ান কাপও। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সোমবার নিশ্চিত করেছে এই তথ্য। এ আসরের আয়োজক স্বত্ব ২০১৯ সালে চীনকে দেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করায় এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ায়। নতুন আয়োজক দেশ হতে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও কাতার আগ্রহ দেখায়। এএফসি কাতারকেই বেছে নিয়েছে। এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন বিষয়টি। “বড়-বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে কাতারের সামর্থ্য ও পূর্বের অভিজ্ঞতা এবং সবক্ষেত্রে গুরুত্বসহকারে দায়িত্ব পালনের বিষয়টি সারা বিশ্বেই বেশ প্রশংসিত।” দেশটিতে বিশ্বমানের অবকাঠামো থাকায় এবং তাদের ইভেন্ট আয়োজনের সামর্থ্য থাকায় এশিয়ান কাপও কাতার খুব ভালোভাবে আয়োজন করতে পারবে বলে আশা এএফসি’র।
এর আগে দুইবার এশিয়ান কাপ আয়োজন করেছিল কাতার। ১৯৮৮ সালে প্রথমবার এবং ২০১১ সালে দ্বিতীয়বার। ২০১৯ সালে এই প্রতিযোগিতার সবশেষ আসরে শিরোপা জিতেছিল তারা। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সমৃদ্ধ দেশটিতে আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। শেষ হবে ডিসেম্বরে। বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসর আয়োজনের জন্য তারা সাতটি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি অন্যান্য অবকাঠামোরও উন্নয়ন করেছে। আগের সূচি অনুযায়ী ২০২৩ সালে জুন-জুলাইয়ে এশিয়ান কাপ হওয়ার কথা ছিল। আয়োজক বদলে যাওয়া এবং কাতারে গরম আবহাওয়ার কারণে এটি আগামী বছরের শেষ দিকে কিংবা ২০২৪ সালের শুরুর দিকে হতে পারে। ঠিক কবে নাগাদ প্রতিযোগিতাটি মাঠে গড়াবে, এ বিষয়ে জানতে কাতার সরকারের মিডিয়া অফিসের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ার কথা নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৩ এশিয়ান কাপও কাতারে

আপডেট সময় : ১২:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : এ বছরই প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে কাতার। পরের বছর দেশটি আয়োজন করবে এএফসি এশিয়ান কাপও। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সোমবার নিশ্চিত করেছে এই তথ্য। এ আসরের আয়োজক স্বত্ব ২০১৯ সালে চীনকে দেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করায় এশিয়ান কাপ আয়োজন থেকে সরে দাঁড়ায়। নতুন আয়োজক দেশ হতে দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও কাতার আগ্রহ দেখায়। এএফসি কাতারকেই বেছে নিয়েছে। এএফসি প্রেসিডেন্ট শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন বিষয়টি। “বড়-বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে কাতারের সামর্থ্য ও পূর্বের অভিজ্ঞতা এবং সবক্ষেত্রে গুরুত্বসহকারে দায়িত্ব পালনের বিষয়টি সারা বিশ্বেই বেশ প্রশংসিত।” দেশটিতে বিশ্বমানের অবকাঠামো থাকায় এবং তাদের ইভেন্ট আয়োজনের সামর্থ্য থাকায় এশিয়ান কাপও কাতার খুব ভালোভাবে আয়োজন করতে পারবে বলে আশা এএফসি’র।
এর আগে দুইবার এশিয়ান কাপ আয়োজন করেছিল কাতার। ১৯৮৮ সালে প্রথমবার এবং ২০১১ সালে দ্বিতীয়বার। ২০১৯ সালে এই প্রতিযোগিতার সবশেষ আসরে শিরোপা জিতেছিল তারা। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস সমৃদ্ধ দেশটিতে আগামী ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। শেষ হবে ডিসেম্বরে। বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ আসর আয়োজনের জন্য তারা সাতটি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি অন্যান্য অবকাঠামোরও উন্নয়ন করেছে। আগের সূচি অনুযায়ী ২০২৩ সালে জুন-জুলাইয়ে এশিয়ান কাপ হওয়ার কথা ছিল। আয়োজক বদলে যাওয়া এবং কাতারে গরম আবহাওয়ার কারণে এটি আগামী বছরের শেষ দিকে কিংবা ২০২৪ সালের শুরুর দিকে হতে পারে। ঠিক কবে নাগাদ প্রতিযোগিতাটি মাঠে গড়াবে, এ বিষয়ে জানতে কাতার সরকারের মিডিয়া অফিসের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ার কথা নিজেদের প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।