ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

নেইমারের একমাত্র গোলে পিএসজির জয়

  • আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চোট কাটিয়ে ফিরলেন সেরা তারকা লিওনেল মেসি। মার্শেইয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আক্রমণের পর আক্রমণ করলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু গোল পেলো মাত্র একটি। ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে সোমবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-০ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই কিলিয়ান এমবাপের অ্যাসিস্টে গোলটি করেন নেইমার। দ্বিতীয়ার্ধে মার্শেই ৭২ মিনিটে দশজনের দলে পরিণত হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা। এ জয়ের পর লিগ ওয়ানে এ নিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। এর আগে মে ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো পিএসজি। মেসির নিচু শট ঝাঁপিয়ে ফেরান মার্শেই গোলরক্ষক লোপেজ। পরের মিনিটে এমবাপের ক্রস থেকে আশরাফ হাকিমির শটও রুখে দেন লোপেজ। পিএসজির একের পর এক আক্রমণ সামলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় মার্শেই। তারাও প্রতি আক্রমণ করতে থাকে।
এর মধ্যে ২৭তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে গোলমুখে সজোরে শট নিয়েছিলেন এমবাপে, কিন্তু লোপেজ হাত বাড়িয়ে বল ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন। ৩৫তম মিনিটে আরও একবার সুযোগ নষ্ট হয় পিএসজির। এবার মেসির নিখুঁত ফ্রি-কিকে ক্রসবারের নিচে লেগে ফিরলে ফিরতি শট নেন ভেরাত্তি। কিন্তু তার শট আটকে দেন ক্লিয়ার করেন মার্শেইয়ের ডিফেন্ডাররা। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আর শেষ রক্ষা হয়নি অতিথিদের। এবার তাদের রক্ষণের ভুলে বল পেয়ে বক্সের ভেতরে নেইমারের দিকে পাঠান এমবাপে, বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। চলতি মৌসুমে লিগ ওয়ানে এটি ছিল তার নবম গোল। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা চালায় মার্শেই। ৫২তম মিনিটে তাদের দারুণ একটি সুযোগ এসেছিল, কিন্তু সেই চেষ্টা নস্যাৎ করে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। ওই একটি ভালো সুযোগ নষ্ট করার পর ফের পিএসজির আক্রমণের মুখে পড়ে সফরকারী দল।
তবে তারা বড় ধাক্কা খায় ৭২তম মিনিটে। নেইমারকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখেন স্যামুয়েল গিগট। দশজনের মার্শেই এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। মার্শেইয়ের বিপক্ষে জয়ের পর ১১ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো পিএসজি। সমান ম্যাচে ৭ জয় এবং ২টি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট নিয়ে মার্শেই আছে চতুর্থ স্থানে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেইমারের একমাত্র গোলে পিএসজির জয়

আপডেট সময় : ১২:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : চোট কাটিয়ে ফিরলেন সেরা তারকা লিওনেল মেসি। মার্শেইয়ের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে আক্রমণের পর আক্রমণ করলো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু গোল পেলো মাত্র একটি। ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে সোমবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ১-০ গোলে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই কিলিয়ান এমবাপের অ্যাসিস্টে গোলটি করেন নেইমার। দ্বিতীয়ার্ধে মার্শেই ৭২ মিনিটে দশজনের দলে পরিণত হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা। এ জয়ের পর লিগ ওয়ানে এ নিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইলো পিএসজি। এর আগে মে ২০১৮ থেকে জানুয়ারি ২০১৯ পর্যন্ত টানা ২১ ম্যাচ হারের মুখ দেখেনি তারা। ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো পিএসজি। মেসির নিচু শট ঝাঁপিয়ে ফেরান মার্শেই গোলরক্ষক লোপেজ। পরের মিনিটে এমবাপের ক্রস থেকে আশরাফ হাকিমির শটও রুখে দেন লোপেজ। পিএসজির একের পর এক আক্রমণ সামলে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় মার্শেই। তারাও প্রতি আক্রমণ করতে থাকে।
এর মধ্যে ২৭তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে গোলমুখে সজোরে শট নিয়েছিলেন এমবাপে, কিন্তু লোপেজ হাত বাড়িয়ে বল ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন। ৩৫তম মিনিটে আরও একবার সুযোগ নষ্ট হয় পিএসজির। এবার মেসির নিখুঁত ফ্রি-কিকে ক্রসবারের নিচে লেগে ফিরলে ফিরতি শট নেন ভেরাত্তি। কিন্তু তার শট আটকে দেন ক্লিয়ার করেন মার্শেইয়ের ডিফেন্ডাররা। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আর শেষ রক্ষা হয়নি অতিথিদের। এবার তাদের রক্ষণের ভুলে বল পেয়ে বক্সের ভেতরে নেইমারের দিকে পাঠান এমবাপে, বল জালে জড়িয়ে দিতে ভুল করেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। চলতি মৌসুমে লিগ ওয়ানে এটি ছিল তার নবম গোল। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা চালায় মার্শেই। ৫২তম মিনিটে তাদের দারুণ একটি সুযোগ এসেছিল, কিন্তু সেই চেষ্টা নস্যাৎ করে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। ওই একটি ভালো সুযোগ নষ্ট করার পর ফের পিএসজির আক্রমণের মুখে পড়ে সফরকারী দল।
তবে তারা বড় ধাক্কা খায় ৭২তম মিনিটে। নেইমারকে বাজেভাবে ট্যাকল করে লাল কার্ড দেখেন স্যামুয়েল গিগট। দশজনের মার্শেই এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। মার্শেইয়ের বিপক্ষে জয়ের পর ১১ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো পিএসজি। সমান ম্যাচে ৭ জয় এবং ২টি করে ড্র ও হারে ২৩ পয়েন্ট নিয়ে মার্শেই আছে চতুর্থ স্থানে।