ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

করোনা মহামারিতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

  • আপডেট সময় : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরীন বাবলী। ডেঙ্গুতে আক্রান্ত হন গত বৃহস্পতিবার পরের দিন শুক্রবারই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থা উন্নতির দিকে হলেও আইসিইউতে আছেন তিনি।
চিকিৎসকরাও বলছেন, ঢাকায় ডেঙ্গু বেড়ে চলেছে। করোনার এই সময়ে ডেঙ্গুর ভয়াবহতা কেউ বুঝতে পারছে না। নীরবেই বাড়ছে। এখনই নজর দেওয়া না হলে পরিস্থিতির অবনতি হবে।
করোনার মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাবের কথা স্বীকার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিদফতর বলছে, জুন নাগাদ ডেঙ্গু রোগী অনেক বেড়েছে।
২৪ ঘণ্টায় (২৪ জুন সকাল আটটা থেকে ২৫ জুন সকাল আটটা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি ১৫ জন। দেশের বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৬৫ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮০ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২১৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘গত কিছুদিন বৃষ্টি হচ্ছে। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এমনটা চলবে। এই সময়েই ডেঙ্গু বেড়ে যায়।’
তিনি জানান, ‘২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল। গতবছর তেমন প্রাদুর্ভাব দেখা না গেলেও চলতি বছর আবার রোগী বাড়ছে।’
জানুয়ারিতে ৩৫ জনের মতো ডেঙ্গুতে আক্রান্ত হলেও জুন নাগাদ রোগী বাড়ছে জানিয়ে ডা. রোবেদ আমিন বলেন, ‘ছাদবাগানের টব থেকে শুরু করে ফ্রিজে জমে থাকা পানিতেও এডিস মশার লার্ভা বিস্তারের আশঙ্কা থাকে। তাই স্বাস্থ্য অধিদফতর সবার প্রতি অনুরোধ জানিয়েছে, যেন আশপাশে জমে থাকা পানি না থাকে।’ অধ্যাপক রোবেদ আমিন বলেন, তিন দিন হলেই জমে থাকা পানি ফেলে দিতে হবে।
এদিকে আর কয়েক সপ্তাহ পরেই কোরবানির ঈদ। সেসময় অনেকেই ঢাকা ছেড়ে গ্রামে যাবেন। তাদের উদ্দেশে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘বাড়ি যাওয়ার আগে অবশ্যই বাথরুমের কমোড, প্যান ঢেকে যেতে হবে। বালতির পানি ফেলে উল্টো করে রাখতে হবে।’
এদিকে, স্বাস্থ্য অধিদফতরের জরিপের তথ্যমতে, নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে এডিসের লার্ভা বেশি পাওয়া গেছে। ডা. রোবেদ বলেন, এসব জায়গাগুলোতেও নজরদারি বাড়াতে হবে। জরিপে রাজধানীর দুই সিটি করপোরেশনের মধ্যে মোহাম্মদপুরের ইকবাল রোড, লালমাটিয়া, সায়দাবাদ এবং উত্তর যাত্রাবাড়ী এলাকায় এডিসের লার্ভা বেশি পাওয়া গেছে বলেও জানান তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা

করোনা মহামারিতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

আপডেট সময় : ০১:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরীন বাবলী। ডেঙ্গুতে আক্রান্ত হন গত বৃহস্পতিবার পরের দিন শুক্রবারই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থা উন্নতির দিকে হলেও আইসিইউতে আছেন তিনি।
চিকিৎসকরাও বলছেন, ঢাকায় ডেঙ্গু বেড়ে চলেছে। করোনার এই সময়ে ডেঙ্গুর ভয়াবহতা কেউ বুঝতে পারছে না। নীরবেই বাড়ছে। এখনই নজর দেওয়া না হলে পরিস্থিতির অবনতি হবে।
করোনার মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাবের কথা স্বীকার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিদফতর বলছে, জুন নাগাদ ডেঙ্গু রোগী অনেক বেড়েছে।
২৪ ঘণ্টায় (২৪ জুন সকাল আটটা থেকে ২৫ জুন সকাল আটটা) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি ১৫ জন। দেশের বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৬৫ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮০ জন। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২১৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, ‘গত কিছুদিন বৃষ্টি হচ্ছে। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এমনটা চলবে। এই সময়েই ডেঙ্গু বেড়ে যায়।’
তিনি জানান, ‘২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল। গতবছর তেমন প্রাদুর্ভাব দেখা না গেলেও চলতি বছর আবার রোগী বাড়ছে।’
জানুয়ারিতে ৩৫ জনের মতো ডেঙ্গুতে আক্রান্ত হলেও জুন নাগাদ রোগী বাড়ছে জানিয়ে ডা. রোবেদ আমিন বলেন, ‘ছাদবাগানের টব থেকে শুরু করে ফ্রিজে জমে থাকা পানিতেও এডিস মশার লার্ভা বিস্তারের আশঙ্কা থাকে। তাই স্বাস্থ্য অধিদফতর সবার প্রতি অনুরোধ জানিয়েছে, যেন আশপাশে জমে থাকা পানি না থাকে।’ অধ্যাপক রোবেদ আমিন বলেন, তিন দিন হলেই জমে থাকা পানি ফেলে দিতে হবে।
এদিকে আর কয়েক সপ্তাহ পরেই কোরবানির ঈদ। সেসময় অনেকেই ঢাকা ছেড়ে গ্রামে যাবেন। তাদের উদ্দেশে অধ্যাপক রোবেদ আমিন বলেন, ‘বাড়ি যাওয়ার আগে অবশ্যই বাথরুমের কমোড, প্যান ঢেকে যেতে হবে। বালতির পানি ফেলে উল্টো করে রাখতে হবে।’
এদিকে, স্বাস্থ্য অধিদফতরের জরিপের তথ্যমতে, নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে এডিসের লার্ভা বেশি পাওয়া গেছে। ডা. রোবেদ বলেন, এসব জায়গাগুলোতেও নজরদারি বাড়াতে হবে। জরিপে রাজধানীর দুই সিটি করপোরেশনের মধ্যে মোহাম্মদপুরের ইকবাল রোড, লালমাটিয়া, সায়দাবাদ এবং উত্তর যাত্রাবাড়ী এলাকায় এডিসের লার্ভা বেশি পাওয়া গেছে বলেও জানান তিনি।