ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

অবশেষে টিকার মেধাস্বত্ত্ব ছাড়ে সমর্থন দিল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে


আন্তর্জাতিক ডেস্ক : বিপুল চাপের মুখে করোনাভাইরাসের টিকার মেধাস্বত্ত্ব ছাড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ড্রেমোক্র্যাট দলীয় সাংসদ ও শখানেকের বেশি দেশের লাগাতার চাপের কাছে নতি স্বীকার করে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন যুগান্তকারী এ সিদ্ধান্ত নেন। এতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের নীতি ছেড়ে তিনি উল্টোপথে মোড় নিয়ে ওষুধ কোম্পানিগুলোকে ক্ষুব্ধ করলেও নিজের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন।
‘বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়াতে’ ভারত ও সাউদ আফ্রিকা মেধাস্বত্ত্ব ছাড়ের এই প্রস্তাব করেছিল। এতে কাঙ্ক্ষিত ফল নাও মিলতে পারে বলে যুক্তি দেখিয়ে বিরোধিতা করে আসছে ওষুধ কোম্পানিগুলো। হোয়াইট হাউজে এক বক্তব্যে বাইডেন মেধাস্বত্ত্ব ছাড় নিয়ে নতুন অবস্থান ঘোষণার পরপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাই এক বিবৃতিতে বলেন, ‘বিশেষ সময়ে বিশেষ ব্যবস্থা’ নেওয়ার জন্য ডাক আসে, তাতে সাড়া দিতে হয়। যুক্তরাষ্ট্রের সমর্থন মিললেও এখনই এই উদ্যোগ কার্যকর হচ্ছে না। এবিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ডব্লিওটিও সদস্য দেশগুলোর সময়ের প্রয়োজন হবে বলে তিনি সতর্ক করেন। রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের খবর বের হওয়ার পর বিশ্বের দুই শীর্ষ ওষুধ উৎপাদনকারী যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্নাসহ কোভিড-১৯ টিকার উদ্ভাবক কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। কোভিড টিকার উপর থেকে মেধাস্বত্ত্ব ছাড় দেওয়ার দাবিতে ছয় মাস ধরে ভারত ও সাউদ আফ্রিকার নেতৃত্বে অনেকগুলো দেশ সোচ্চার থাকলে তারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন, যুক্তরাজ্য ও ইইউ থেকে জোরালো বিরোধিতার মুখে পড়ে। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের উত্তরসূরী জো বাইডেন এবার উল্টোপথ ধরলেন। ২০২০ সালের নির্বাচনী প্রচারণার সময় মেধাস্বত্ত্ব ছাড়ের প্রতি যে সমর্থন দিয়েছিলেন, বুধবার সেই সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অবশেষে টিকার মেধাস্বত্ত্ব ছাড়ে সমর্থন দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:১৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১


আন্তর্জাতিক ডেস্ক : বিপুল চাপের মুখে করোনাভাইরাসের টিকার মেধাস্বত্ত্ব ছাড়ে বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। ড্রেমোক্র্যাট দলীয় সাংসদ ও শখানেকের বেশি দেশের লাগাতার চাপের কাছে নতি স্বীকার করে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন যুগান্তকারী এ সিদ্ধান্ত নেন। এতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের নীতি ছেড়ে তিনি উল্টোপথে মোড় নিয়ে ওষুধ কোম্পানিগুলোকে ক্ষুব্ধ করলেও নিজের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করলেন।
‘বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়াতে’ ভারত ও সাউদ আফ্রিকা মেধাস্বত্ত্ব ছাড়ের এই প্রস্তাব করেছিল। এতে কাঙ্ক্ষিত ফল নাও মিলতে পারে বলে যুক্তি দেখিয়ে বিরোধিতা করে আসছে ওষুধ কোম্পানিগুলো। হোয়াইট হাউজে এক বক্তব্যে বাইডেন মেধাস্বত্ত্ব ছাড় নিয়ে নতুন অবস্থান ঘোষণার পরপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথরিন তাই এক বিবৃতিতে বলেন, ‘বিশেষ সময়ে বিশেষ ব্যবস্থা’ নেওয়ার জন্য ডাক আসে, তাতে সাড়া দিতে হয়। যুক্তরাষ্ট্রের সমর্থন মিললেও এখনই এই উদ্যোগ কার্যকর হচ্ছে না। এবিষয়ে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে ডব্লিওটিও সদস্য দেশগুলোর সময়ের প্রয়োজন হবে বলে তিনি সতর্ক করেন। রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের খবর বের হওয়ার পর বিশ্বের দুই শীর্ষ ওষুধ উৎপাদনকারী যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্নাসহ কোভিড-১৯ টিকার উদ্ভাবক কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। কোভিড টিকার উপর থেকে মেধাস্বত্ত্ব ছাড় দেওয়ার দাবিতে ছয় মাস ধরে ভারত ও সাউদ আফ্রিকার নেতৃত্বে অনেকগুলো দেশ সোচ্চার থাকলে তারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন, যুক্তরাজ্য ও ইইউ থেকে জোরালো বিরোধিতার মুখে পড়ে। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের উত্তরসূরী জো বাইডেন এবার উল্টোপথ ধরলেন। ২০২০ সালের নির্বাচনী প্রচারণার সময় মেধাস্বত্ত্ব ছাড়ের প্রতি যে সমর্থন দিয়েছিলেন, বুধবার সেই সমর্থন পুনর্ব্যক্ত করেন।