ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

২০২৭ পর্যন্ত সিটিতে ফোডেন

  • আপডেট সময় : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ঘরের ছেলে ঘরে থাকছে আরও অনেক দিন। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত ফিল ফোডেনকে ইতিহাদ স্টেডিয়ামে রেখে দিচ্ছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা শুক্রবার এক বিবৃতিতে ২২ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে নতুন করে চুক্তি করার কথা জানায়। সিটির একাডেমি থেকে উঠে আসা ফোডেনের সঙ্গে চুক্তি ছিল ২০২৪ সাল পর্যন্ত। পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে সাম্প্রতিক বছরগুলোতে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে ওঠেছেন তিনি। সিটির হয়ে জিতেছেন চারটি লিগ ও একটি এফএ কাপ শিরোপা। নতুন চুক্তির পর খুশির জোয়ারে ভাসছেন ফোডেন। ক্লাবের ওয়েবসাইটকে জানানো প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কতটা উচ্ছ্বসিত তিনি।
“আমি কতটা খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিনৃ সারাটা জীবন ধরেই আমি সিটির ভক্ত। এখানে আমি অনেক বছর প্রশিক্ষণ নিয়েছি এমনকি বলবয় হিসেবেও কাজ করেছি।” “সাম্প্রতিক বছরগুলোতে আমি অনেক উন্নতি করেছি। এর বেশিরভাগ কৃতিত্বই পেপ ও তার স্টাফদের। তারা আমাকে অনুশীলনে প্রতিদিন পথ দেখিয়েছেন।” গত দুই বছর প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন ফোডেন। চলতি মৌসুমে এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত গোল করেছেন তিনি, অবদান রেখেছেন তিনটি গোলে। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সিটি। রোববার ১১ নম্বরে থাকা লিভারপুলের বিপক্ষে খেলবে তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৭ পর্যন্ত সিটিতে ফোডেন

আপডেট সময় : ১১:৪৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : ঘরের ছেলে ঘরে থাকছে আরও অনেক দিন। নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত ফিল ফোডেনকে ইতিহাদ স্টেডিয়ামে রেখে দিচ্ছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা শুক্রবার এক বিবৃতিতে ২২ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে নতুন করে চুক্তি করার কথা জানায়। সিটির একাডেমি থেকে উঠে আসা ফোডেনের সঙ্গে চুক্তি ছিল ২০২৪ সাল পর্যন্ত। পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে সাম্প্রতিক বছরগুলোতে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে ওঠেছেন তিনি। সিটির হয়ে জিতেছেন চারটি লিগ ও একটি এফএ কাপ শিরোপা। নতুন চুক্তির পর খুশির জোয়ারে ভাসছেন ফোডেন। ক্লাবের ওয়েবসাইটকে জানানো প্রতিক্রিয়ায় জানিয়েছেন, কতটা উচ্ছ্বসিত তিনি।
“আমি কতটা খুশি সেটা আসলে ভাষায় প্রকাশ করা কঠিনৃ সারাটা জীবন ধরেই আমি সিটির ভক্ত। এখানে আমি অনেক বছর প্রশিক্ষণ নিয়েছি এমনকি বলবয় হিসেবেও কাজ করেছি।” “সাম্প্রতিক বছরগুলোতে আমি অনেক উন্নতি করেছি। এর বেশিরভাগ কৃতিত্বই পেপ ও তার স্টাফদের। তারা আমাকে অনুশীলনে প্রতিদিন পথ দেখিয়েছেন।” গত দুই বছর প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন ফোডেন। চলতি মৌসুমে এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত গোল করেছেন তিনি, অবদান রেখেছেন তিনটি গোলে। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সিটি। রোববার ১১ নম্বরে থাকা লিভারপুলের বিপক্ষে খেলবে তারা।