ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ২৫

  • আপডেট সময় : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতরা সবাই সেখানকার শ্রমিক। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় ওই খনিটিতে এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।স্থানীয় গভর্নরের দফতরের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় আহত আরও ছয় শ্রমিককে চিকিৎসার জন্য রাজধানী ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। পাঁচ জনকে স্থানীয় ইমার্জেন্সি রেসপন্স সেন্টারে নেওয়া হয়েছে। এছাড়া ৩৬ জনকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণের সময় শ্রমিকরা খনিতে কাজ করছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকে ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েক ডজন খনি শ্রমিক মাটির নিচে আটকেপড়া অবস্থায় রয়েছে। নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধারে কাজ করছে প্রায় ১৫০ কর্মী। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানিয়েছেন, আহতদের মধ্যে আট জনকে নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্বালানিমন্ত্রী ফাতিহ ডনমেজ বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত মিলছে, খনিতে থাকা দাহ্য গ্যাসের বিস্ফোরক মিশ্রণ ফায়ারড্যাম্পের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ২৫

আপডেট সময় : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতরা সবাই সেখানকার শ্রমিক। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় ওই খনিটিতে এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।স্থানীয় গভর্নরের দফতরের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় আহত আরও ছয় শ্রমিককে চিকিৎসার জন্য রাজধানী ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। পাঁচ জনকে স্থানীয় ইমার্জেন্সি রেসপন্স সেন্টারে নেওয়া হয়েছে। এছাড়া ৩৬ জনকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণের সময় শ্রমিকরা খনিতে কাজ করছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকে ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েক ডজন খনি শ্রমিক মাটির নিচে আটকেপড়া অবস্থায় রয়েছে। নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধারে কাজ করছে প্রায় ১৫০ কর্মী। তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানিয়েছেন, আহতদের মধ্যে আট জনকে নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্বালানিমন্ত্রী ফাতিহ ডনমেজ বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত মিলছে, খনিতে থাকা দাহ্য গ্যাসের বিস্ফোরক মিশ্রণ ফায়ারড্যাম্পের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।