ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ভোটারের আঙুলের ছাপ নিয়ে ভোট দেওয়ায় কারাগারে যুবক

  • আপডেট সময় : ০২:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটারের আঙুলের ছাপ নেওয়ার পর গোপন কক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে সুজন মিয়া নামে এক যুবককে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) রজব আলী। তিনি বলেন, বুধবার ভোটগগ্রহণ চলাকালে সাঘাটা উপজেলার সন্নাসদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনাধিকার চর্চা করেন সুজন মিয়া নামে এক যুবক। কেন্দ্রের বাইরে থেকে ভোটার ধরে এনে আঙুলের ছাপ নিয়ে নিজেই পছন্দমতো মার্কায় ভোট দেন তিনি। এতে বাধা দেওয়ায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলামের সঙ্গেও তর্কে জড়ান সুজন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সুজন মিয়ার বাড়ি সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামে। তিনি ওই গ্রামের সাহিদুল ইসলামের ছেলে। তবে সুজন রাজনৈতিক দলের কোনও পদে নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
সিইসির পদত্যাগের দাবিতে অবরোধ
এদিকে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বাতিল করায় সিইসির পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভোটাররা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ভোট বন্ধের প্রতিবাদে ভোটররা বিক্ষোভ মিছিল নিয়ে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে জমায়েত হন। এরপর তারা বিক্ষোভ মিছিল করেন। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফুলছড়ি উপজেলা পরিষদ ও নির্বাচন অফিস ঘেড়াও করে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম পারভেজ, শহিদুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল আমিন। তারা দীর্ঘ সময় ফুলছড়ি-গাইবান্ধা সড়ক অবরোধ করে রাখেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোটারের আঙুলের ছাপ নিয়ে ভোট দেওয়ায় কারাগারে যুবক

আপডেট সময় : ০২:১৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটারের আঙুলের ছাপ নেওয়ার পর গোপন কক্ষে জাল ভোট দেওয়ার অভিযোগে সুজন মিয়া নামে এক যুবককে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) রজব আলী। তিনি বলেন, বুধবার ভোটগগ্রহণ চলাকালে সাঘাটা উপজেলার সন্নাসদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনাধিকার চর্চা করেন সুজন মিয়া নামে এক যুবক। কেন্দ্রের বাইরে থেকে ভোটার ধরে এনে আঙুলের ছাপ নিয়ে নিজেই পছন্দমতো মার্কায় ভোট দেন তিনি। এতে বাধা দেওয়ায় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাজেদুল ইসলামের সঙ্গেও তর্কে জড়ান সুজন। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। সুজন মিয়ার বাড়ি সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামে। তিনি ওই গ্রামের সাহিদুল ইসলামের ছেলে। তবে সুজন রাজনৈতিক দলের কোনও পদে নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।
সিইসির পদত্যাগের দাবিতে অবরোধ
এদিকে গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বাতিল করায় সিইসির পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভোটাররা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ভোট বন্ধের প্রতিবাদে ভোটররা বিক্ষোভ মিছিল নিয়ে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে জমায়েত হন। এরপর তারা বিক্ষোভ মিছিল করেন। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফুলছড়ি উপজেলা পরিষদ ও নির্বাচন অফিস ঘেড়াও করে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম পারভেজ, শহিদুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল আমিন। তারা দীর্ঘ সময় ফুলছড়ি-গাইবান্ধা সড়ক অবরোধ করে রাখেন।