ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

অতি উৎসাহী’ পুলিশের তালিকা তৈরির ঘোষণা আমীর খসরুর

  • আপডেট সময় : ০১:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি নেতাকর্মীদের তালিকা তৈরি করা ‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের পাল্টা তালিকা তৈরির ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া সমাবেশে আসার সময় নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। অন্যদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন গণতান্ত্রিক কমসূচিতে বাধা দিলে পুলিশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দলটি নিয়েছে বলে জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে দুই নেতা এসব কথা বলেন। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদও ছিলেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতাকর্মী নিহত ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির কেন্দ্রঘোষিত বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে বিএনপি সারাদেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচি শুরু করেছে। সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী কর্মসূচিতে ‘বাধার’ অভিযোগ এনে বলেন, ‘কিছু কিছু অতি উৎসাহী পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে সমাবেশের আগের রাতে রেইড (অভিযান) করেছে, অনেককে গ্রেফতার করেছে। পরবর্তীতে (বুধবার) সমাবেশে আসার পথে আওয়ামী সন্ত্রাসী বাহিনী অনেক জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে। চট্টগ্রামের প্রবেশদ্বারে আমাদের নেতাকর্মীদের ওপর আঘাত করেছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, পুলিশ নিজেরাই বন্ধ করেছে, আবার মোবাইল কোর্ট বসিয়েও বন্ধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের অফিস ভাংচুর করেছে। সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা দরকার, তারা কিন্তু কোনোটাই বাদ রাখেনি।’ বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আমীর খসরু বলেন, ‘সমাবেশের আগেই আমরা কিন্তু আমাদের নেতাকর্মীদের বলেছিলাম- এদিক-সেদিক কর্ণপাত না করে গণতন্ত্রের পথে এগিয়ে যান। যে ঢল চট্টগ্রামে নামবে, কোনো বাধাবিপত্তি সেটাকে বাধাগ্রস্ত করতে পারবে না। মহাসমাবেশ সেটাই প্রমাণ করেছে। মানুষ যদি সিদ্ধান্ত নেয়, দেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয়, কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারে না। আমাদের নেতাকর্মীদের পূর্ণমাত্রার ধৈর্য্য রেখে মহাসমাবেশ সফল করেছে।’ ‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশের কিছু অংশ যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, বাড়িতে-বাড়িতে রেইড দিয়েছে, বাসগুলোতে বাধা দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে, তাদের উদ্দেশে বলতে চাই- বাংলাদেশের সংবিধানে সভা-সমিতি করা অধিকার দেয়া আছে। চাকরিতে ঢোকার সময় সেই ওয়াদা করেই আপনারা এসেছেন, সেই ওয়াদাগুলো আবার পড়ে দেখবেন। কারণ আপনারা ওয়াদাভঙ্গ করে বারবার একই কাজ করতে থাকলে জনগণ আর মানবে না। তখন সমস্ত পুলিশ বাহিনীর ওপর এ দায় এসে পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু অতি উৎসাহী সদস্যের দায় সমস্ত পুলিশ বাহিনী কেন নেবে? র‌্যাবের কিছু সদস্যের কর্মকা-ের জন্য র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে। ব্যক্তিগতভাবে এসেছে, প্রতিষ্ঠানের ওপরও এসেছে। নিশ্চয় বাংলাদেশের পুলিশ বাহিনী চাইবে না, কিছু অতি উৎসাহী দলীয় আওয়ামী মার্কা সদস্যের দায় বহন করতে।’
চট্টগ্রামের সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক আন্দোলনে ইতিহাস হয়ে থাকবে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টেলিফোন করে সমাবেশ সফল করায় দলের নেতাকর্মী ও সংবাদকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে তথ্য দেন খসরু। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, উপদেষ্টাম-লীর সদস্য ভিপি জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান, নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সদস্য ইদ্রিস আলী, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কোচ গম্ভীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক ওপেনারের

অতি উৎসাহী’ পুলিশের তালিকা তৈরির ঘোষণা আমীর খসরুর

আপডেট সময় : ০১:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : বিএনপি নেতাকর্মীদের তালিকা তৈরি করা ‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের পাল্টা তালিকা তৈরির ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া সমাবেশে আসার সময় নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। অন্যদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন গণতান্ত্রিক কমসূচিতে বাধা দিলে পুলিশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দলটি নিয়েছে বলে জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে দুই নেতা এসব কথা বলেন। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদও ছিলেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতাকর্মী নিহত ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির কেন্দ্রঘোষিত বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে বিএনপি সারাদেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশ কর্মসূচি শুরু করেছে। সমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী কর্মসূচিতে ‘বাধার’ অভিযোগ এনে বলেন, ‘কিছু কিছু অতি উৎসাহী পুলিশ বিএনপির নেতাকর্মীদের বাড়িতে সমাবেশের আগের রাতে রেইড (অভিযান) করেছে, অনেককে গ্রেফতার করেছে। পরবর্তীতে (বুধবার) সমাবেশে আসার পথে আওয়ামী সন্ত্রাসী বাহিনী অনেক জায়গায় আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে। চট্টগ্রামের প্রবেশদ্বারে আমাদের নেতাকর্মীদের ওপর আঘাত করেছে, গাড়ি বন্ধ করে দিয়েছে, পুলিশ নিজেরাই বন্ধ করেছে, আবার মোবাইল কোর্ট বসিয়েও বন্ধ করা হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের অফিস ভাংচুর করেছে। সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা দরকার, তারা কিন্তু কোনোটাই বাদ রাখেনি।’ বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে আমীর খসরু বলেন, ‘সমাবেশের আগেই আমরা কিন্তু আমাদের নেতাকর্মীদের বলেছিলাম- এদিক-সেদিক কর্ণপাত না করে গণতন্ত্রের পথে এগিয়ে যান। যে ঢল চট্টগ্রামে নামবে, কোনো বাধাবিপত্তি সেটাকে বাধাগ্রস্ত করতে পারবে না। মহাসমাবেশ সেটাই প্রমাণ করেছে। মানুষ যদি সিদ্ধান্ত নেয়, দেশের জনগণ যদি সিদ্ধান্ত নেয়, কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারে না। আমাদের নেতাকর্মীদের পূর্ণমাত্রার ধৈর্য্য রেখে মহাসমাবেশ সফল করেছে।’ ‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশের কিছু অংশ যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, বাড়িতে-বাড়িতে রেইড দিয়েছে, বাসগুলোতে বাধা দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে, তাদের উদ্দেশে বলতে চাই- বাংলাদেশের সংবিধানে সভা-সমিতি করা অধিকার দেয়া আছে। চাকরিতে ঢোকার সময় সেই ওয়াদা করেই আপনারা এসেছেন, সেই ওয়াদাগুলো আবার পড়ে দেখবেন। কারণ আপনারা ওয়াদাভঙ্গ করে বারবার একই কাজ করতে থাকলে জনগণ আর মানবে না। তখন সমস্ত পুলিশ বাহিনীর ওপর এ দায় এসে পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু অতি উৎসাহী সদস্যের দায় সমস্ত পুলিশ বাহিনী কেন নেবে? র‌্যাবের কিছু সদস্যের কর্মকা-ের জন্য র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে। ব্যক্তিগতভাবে এসেছে, প্রতিষ্ঠানের ওপরও এসেছে। নিশ্চয় বাংলাদেশের পুলিশ বাহিনী চাইবে না, কিছু অতি উৎসাহী দলীয় আওয়ামী মার্কা সদস্যের দায় বহন করতে।’
চট্টগ্রামের সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক আন্দোলনে ইতিহাস হয়ে থাকবে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টেলিফোন করে সমাবেশ সফল করায় দলের নেতাকর্মী ও সংবাদকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে তথ্য দেন খসরু। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, উপদেষ্টাম-লীর সদস্য ভিপি জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান, নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, সদস্য ইদ্রিস আলী, নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু উপস্থিত ছিলেন।