ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

শৈশবে যৌন হেনস্তার শিকার প্যারিস হিলটন

  • আপডেট সময় : ০১:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : হলিউডের মার্কিন ধনকুবের বংশীয় নারী প্যারিস হিলটন। একাধারে তিনি মডেল, অভিনেত্রী, ব্যবসায়ী এবং বিশ্বের খ্যাতনামিদের শীর্ষ তালিকায় অবস্থান করছেন। সেই প্যারিসই কিনা শৈশবে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। ওই ঘটনা অভিনেত্রী জানিয়েছেন সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে। বোর্ডিং স্কুলে পড়াকালীন তিনি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন প্যারিস। সালটা ১৯৯০। তখন প্যারিসের বয়স ৯ বছর। বিশেষ কিশোর-কিশোরীদের জন্য নির্ধারিত বোর্ডিং স্কুলে প্রায় ১১ মাস কাটিয়েছিলেন প্যারিস। গলা এবং ঘাড়ের কোনো সমস্যায় বাচ্চাদের কেউ ভুগছে কিনা, তা পরীক্ষা করার জন্য বোর্ডিং স্কুলের কর্মীরা সব মেয়েকে একটি ঘরে নিয়ে যেতেন বলে জানিয়েছেন প্যারিস। অভিনেত্রী বলেন, ‘তখন রাত ৩টা কী ৪টা বাজে। কোনো শারীরিক পরীক্ষা করা হবে বলে কর্মীরা আমাকে ওখানকার অন্য মেয়েদেরও একটি আলাদা ঘরে যেতে বলেন। ঘরের ভেতর যারা ছিলেন, তাদের কাউকে দেখে চিকিৎসক মনে হচ্ছিল না।’
প্যারিস আরও বলেন, ‘ঘরের ভেতর স্কুলের কয়েকজন কর্মীই ছিলেন। তারা মেয়েদের শুইয়ে দিয়ে যৌনাঙ্গ স্পর্শ করছিলেন। তখন আমার সঙ্গে ঠিক কী হচ্ছিল তা বুঝতে পারিনি। তবে, খুব ভয় পেয়েছিলাম।’ এই ঘটনা বহু দিন তাকে তাড়িয়ে বেড়িয়েছে বলেও জানান প্যারিস। তিনি বলেন, ‘বড় হওয়ার পর যখন আমার অতীত ফিরে দেখি, তখন বুঝতে পারি, আমার শৈশব কেড়ে নেওয়া হয়েছিল, আমার উপর যৌন নির্যাতন করা হয়েছিল।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতের কোচ গম্ভীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সাবেক ওপেনারের

শৈশবে যৌন হেনস্তার শিকার প্যারিস হিলটন

আপডেট সময় : ০১:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : হলিউডের মার্কিন ধনকুবের বংশীয় নারী প্যারিস হিলটন। একাধারে তিনি মডেল, অভিনেত্রী, ব্যবসায়ী এবং বিশ্বের খ্যাতনামিদের শীর্ষ তালিকায় অবস্থান করছেন। সেই প্যারিসই কিনা শৈশবে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। ওই ঘটনা অভিনেত্রী জানিয়েছেন সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে। বোর্ডিং স্কুলে পড়াকালীন তিনি যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন প্যারিস। সালটা ১৯৯০। তখন প্যারিসের বয়স ৯ বছর। বিশেষ কিশোর-কিশোরীদের জন্য নির্ধারিত বোর্ডিং স্কুলে প্রায় ১১ মাস কাটিয়েছিলেন প্যারিস। গলা এবং ঘাড়ের কোনো সমস্যায় বাচ্চাদের কেউ ভুগছে কিনা, তা পরীক্ষা করার জন্য বোর্ডিং স্কুলের কর্মীরা সব মেয়েকে একটি ঘরে নিয়ে যেতেন বলে জানিয়েছেন প্যারিস। অভিনেত্রী বলেন, ‘তখন রাত ৩টা কী ৪টা বাজে। কোনো শারীরিক পরীক্ষা করা হবে বলে কর্মীরা আমাকে ওখানকার অন্য মেয়েদেরও একটি আলাদা ঘরে যেতে বলেন। ঘরের ভেতর যারা ছিলেন, তাদের কাউকে দেখে চিকিৎসক মনে হচ্ছিল না।’
প্যারিস আরও বলেন, ‘ঘরের ভেতর স্কুলের কয়েকজন কর্মীই ছিলেন। তারা মেয়েদের শুইয়ে দিয়ে যৌনাঙ্গ স্পর্শ করছিলেন। তখন আমার সঙ্গে ঠিক কী হচ্ছিল তা বুঝতে পারিনি। তবে, খুব ভয় পেয়েছিলাম।’ এই ঘটনা বহু দিন তাকে তাড়িয়ে বেড়িয়েছে বলেও জানান প্যারিস। তিনি বলেন, ‘বড় হওয়ার পর যখন আমার অতীত ফিরে দেখি, তখন বুঝতে পারি, আমার শৈশব কেড়ে নেওয়া হয়েছিল, আমার উপর যৌন নির্যাতন করা হয়েছিল।’