ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

সংসদ সদস্য শেখ এ্যানীর প্রথম জানাজা সম্পন্ন

  • আপডেট সময় : ০১:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের (৬২) প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ) এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমার স্বামী শেখ হাফিজুর রহমান টোকন, একমাত্র ছেলে শেখ খালিদ অরিন্দম তান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমসহ নেতা-কর্মীরা অংশ নেন। জানাজায় ইমামতি করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ এ্যানী রহমান। পরে বুধবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে তার মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় নিয়ে আসা হয়। শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। তিনি পিরোজপুরের স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য শেখ এ্যানীর প্রথম জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০১:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমানের (৬২) প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে (সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ) এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমার স্বামী শেখ হাফিজুর রহমান টোকন, একমাত্র ছেলে শেখ খালিদ অরিন্দম তান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমসহ নেতা-কর্মীরা অংশ নেন। জানাজায় ইমামতি করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন। এর আগে গত মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ এ্যানী রহমান। পরে বুধবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে তার মরদেহ ব্যাংকক থেকে ঢাকায় নিয়ে আসা হয়। শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। তিনি পিরোজপুরের স্বরূপকাঠীতে জন্মগ্রহণ করন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।