ক্রীড়া ডেস্ক : তার রিয়াল মাদ্রিদে যাওয়া আটকাতে মোটা অংকের বেতন-বোনাসের পাশাপাশি বিপুল ক্ষমতাও দিয়েছিল পিএসজি কর্তৃপক্ষ। কিন্তু কিছুদিন যেতেই ফের পিএসজির সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নষ্ট হওয়ার খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ক্লাবের ওপর বিরক্ত এমবাপ্পে আগামী জানুয়ারিতে শীতকালীন ট্রান্সফার উইন্ডোর সময় দল ত্যাগের ইঙ্গিত দিয়েছেন বলে স্প্যানিশ ক্রীড়া ওয়েবসাইট ‘মার্কা’ জানিয়েছে। গত মে মাসে লিগ ওয়ানের শীর্ষ দল পিএসজির সাথে নতুন করে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন এমবাপ্পে। এবার এমবাপ্পের কিছু ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘মার্কা’ দাবি করছে যে, ফরাসি স্ট্রাইকার নতুন চুক্তি বাতিল করে জানুয়ারিতে ক্লাব ছেড়ে যেতে আগ্রহী। পরবর্তীতে রিপোর্টে আরো বলা হয়েছে ফরাসি এই তরুণ তুর্কি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে চান। কিন্তু পিএসজি শুধু লিভারপুলের জন্য এমবাপ্পের দরজা উন্মুক্ত করতে চায়। গত মাসে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের স্বীকার করেছিলেন, জাতীয় দলে ফ্রান্সের হয়ে খেললে এমবাপ্পে বেশি স্বাধীনতা পান। সে তুলনায় ক্লাব ফুটবলে তার ভূমিকা অনেক বেশি সীমাবদ্ধ। ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, করিম বেনজেমার অনুপস্থিতিতে জাতীয় দলে অলিভার জিরুদের সাথে জুটি বেঁধে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে পারেন। এছাড়া পিএসজিতে লিওনেল মেসি এবং নেইমারের সঙ্গে তার সম্পর্কও শীতল। এসব কারণেই নাকি পিএসজিতে তার আর মন বসছে না। যদিও ক্লাবের স্পোর্টিং ডাইরেক্টর লুইস কাম্পোস বলেছেন, এই ধরনের কথা তিনি কখনো এমবাপ্পের কাছ থেকে শোনেননি। গতকাল চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের আগে টেলিভিশন স্টেশন ‘কানাল প্লাস’কে কাম্পোস বলেন, ‘আমি প্রতিদিনই এমবাপ্পের সাথে থাকি। সে কখনই জানুয়ারিতে ক্লাব ছাড়ার কোনো ইঙ্গিত দেয়নি। এটা গণমাধ্যমের উক্তি। গুরুত্বপূর্ণ একটি ম্যাচের আগে এই ধরনের তথ্য দেয়া সত্যিই দুর্ভাগ্যজনক। এ কারণেই আজ আমি এখানে কথা বলতে এসেছি। আমি স্পষ্টভাবেই বলতে চাই- জানুয়ারিতে পিএসজি ছাড়া প্রসঙ্গে আমার বা ক্লাব সভাপতি নাসিন আল-খেলাফির সাথে এমবাপ্পে এ বিষয়ে কোনো কথাই হয়নি। ‘