রয়টার্স : ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনী যে মিসাইল হামলা করেছে তার একটি আঘাত হেনেছে জার্মানির দূতাবাসেও। তবে যুদ্ধ শুরুর পর বন্ধ থাকা দূতাবাসটিতে মিসাইল হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দূতাবাসে মিসাইল পড়ার ঘটনা নিশ্চিত করেছেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তবে হামলার সময় হামলার সময় দূতাবাসটি খালি ছিল। জার্মান দূতাবাস ছাড়াও কাছাকাছি দুটি জাদুঘর, একটি পথচারী ব্রিজ আর একটি অফিসে মিসাইল পড়ার খবর দিয়েছে ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান।
সম্প্রতি ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার বিস্ফোরণের জন্য কিয়েভকে দায়ি করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এমন ঘোষণার পরদিন, গতকাল সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে ৭৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর সামগ্রিক কমান্ডার হিসেবে বিমান বাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিনকে মনোনীত করেছে। এক সপ্তাহের ব্যবধানে এটি মস্কোর তৃতীয় সিনিয়র সামরিক নিয়োগ। সুরোভিকিন এর আগে সিরিয়ায় রাশিয়ান বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চল এবং দনবাস এলাকায় সেনা ও যুদ্ধ পরিচালনা করবেন জেনারেল সুরোভিকিন। রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন কমান্ডার আসার পরপরই মারাত্মক আক্রমণ দেখা গেছে।
একই ব্রিফিংয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জার্মানি খুব শীঘ্রই ইউক্রেনে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে এবং পরের বছর আরও তিনটি সরবরাহ করবে। তবে কবে নাগাদ পাঠানো হবে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় জানাননি তিনি।