ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ইউক্রেনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায় রাশিয়া: জেলেনস্কি

  • আপডেট সময় : ০১:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • ৯৬ বার পড়া হয়েছে

দ্য ইন্ডিপেন্ডেন্ট : কিয়েভসহ একাধিক শহরে নতুন করে হামলা ইউক্রেনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল সোমবার সকালে কিয়েভের কেন্দ্রস্থলে একটি সিরিজ বিস্ফোরণ ঘটে।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের পশ্চিমের যেসব শহরে সংঘর্ষের ঘটনা কম সেখানেও হামলা হয়েছে। পাঁচটি শহর আক্রান্ত হয়েছে বলেও ধারণা তাদের। এমন সময় মন্তব্যটি করেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তারা (রাশিয়া) আমাদের ধ্বংস করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। জাপোরিঝিয়া শহরে ঘুমন্ত মানুষের ওপর হামলা করা হয়েছে। যারা ডিনিপ্রো ও কিয়েভে কাজ করতে এসেছে তাদের হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন, কমছেই না। যেখানে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। দুর্ভাগ্যবশত, আক্রান্ত অঞ্চলে হতাহত বাড়ছে।
ইউক্রেনীয় মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বলেছেন, রুশ হামলায় কিয়েভে নতুন করে ৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ২৪। দেশটির সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, সকালের ধারাবাহিকভাবে ৪৫টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। টুইটারে এক পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার ৪১টি ক্ষেপণাস্ত্র হামলা বিমান প্রতিরক্ষার মাধ্যমে প্রতিরোধ করা হয়েছে।
ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় কিয়েভকে দায়ী করে ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আক্রান্ত হয়েছে লভিভ, টারনোপিল ও ডিনিপ্রোর মতো অঞ্চলগুলো। ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ হামলাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করার পর সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে রাজধানী কিয়েভসহ পুরো ইউক্রেনে এই হামলা শুরু হয়। মূলত ক্রিমিয়ার সেতুতে হামলা ও বিস্ফোরণের জবাবে রাশিয়া প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে বলে মনে হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধের প্রথম দিকে রাশিয়া এটি দখল করার প্রচেষ্টা পরিত্যাগ করার পর থেকে সোমবার ইউক্রেনের রাজধানীতে হওয়া এটিই সবচেয়ে তীব্র হামলা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে

ইউক্রেনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায় রাশিয়া: জেলেনস্কি

আপডেট সময় : ০১:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

দ্য ইন্ডিপেন্ডেন্ট : কিয়েভসহ একাধিক শহরে নতুন করে হামলা ইউক্রেনকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল সোমবার সকালে কিয়েভের কেন্দ্রস্থলে একটি সিরিজ বিস্ফোরণ ঘটে।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের পশ্চিমের যেসব শহরে সংঘর্ষের ঘটনা কম সেখানেও হামলা হয়েছে। পাঁচটি শহর আক্রান্ত হয়েছে বলেও ধারণা তাদের। এমন সময় মন্তব্যটি করেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তারা (রাশিয়া) আমাদের ধ্বংস করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। জাপোরিঝিয়া শহরে ঘুমন্ত মানুষের ওপর হামলা করা হয়েছে। যারা ডিনিপ্রো ও কিয়েভে কাজ করতে এসেছে তাদের হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন, কমছেই না। যেখানে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। দুর্ভাগ্যবশত, আক্রান্ত অঞ্চলে হতাহত বাড়ছে।
ইউক্রেনীয় মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বলেছেন, রুশ হামলায় কিয়েভে নতুন করে ৮ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ২৪। দেশটির সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, সকালের ধারাবাহিকভাবে ৪৫টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। টুইটারে এক পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার ৪১টি ক্ষেপণাস্ত্র হামলা বিমান প্রতিরক্ষার মাধ্যমে প্রতিরোধ করা হয়েছে।
ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় কিয়েভকে দায়ী করে ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আক্রান্ত হয়েছে লভিভ, টারনোপিল ও ডিনিপ্রোর মতো অঞ্চলগুলো। ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ হামলাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করার পর সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে রাজধানী কিয়েভসহ পুরো ইউক্রেনে এই হামলা শুরু হয়। মূলত ক্রিমিয়ার সেতুতে হামলা ও বিস্ফোরণের জবাবে রাশিয়া প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে বলে মনে হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধের প্রথম দিকে রাশিয়া এটি দখল করার প্রচেষ্টা পরিত্যাগ করার পর থেকে সোমবার ইউক্রেনের রাজধানীতে হওয়া এটিই সবচেয়ে তীব্র হামলা।