ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

কৃষককে গুলি করে হত্যা

  • আপডেট সময় : ১২:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আনু মিয়া (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনু মিয়ার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমাই পাহাড়ি এলাকায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৭টায় কৃষি কাজ করতে যান কৃষক আনু মিয়া। এ সময় কয়েকজনকে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চান আনু মিয়া। পরিচয় জিজ্ঞেস করায় তার সঙ্গে খারাপ আচরণ করে তারা। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে পরপর দুটি গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের ছোট ছেলে জাসেম সকালে নাস্তা নিয়ে তার বাবার কাছে গিয়ে দেখতে পান গুলিবিদ্ধ অবস্থায় তার বাবা পড়ে আছে। এ সময় মুখোশ পরিহিত একজনকে পাহাড়ের দিকে চলে যেতে দেখেন। এরপর বাবার কাছে গেলে তিনি মাথায় হাত বুলিয়ে তার মাকে দেখে রাখতে বলেন। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে কৃষক আনু মিয়া নিহত হয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃষককে গুলি করে হত্যা

আপডেট সময় : ১২:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে আনু মিয়া (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনু মিয়ার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমাই পাহাড়ি এলাকায় প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৭টায় কৃষি কাজ করতে যান কৃষক আনু মিয়া। এ সময় কয়েকজনকে দেখতে পেয়ে তাদের পরিচয় জানতে চান আনু মিয়া। পরিচয় জিজ্ঞেস করায় তার সঙ্গে খারাপ আচরণ করে তারা। একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে পরপর দুটি গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহতের ছোট ছেলে জাসেম সকালে নাস্তা নিয়ে তার বাবার কাছে গিয়ে দেখতে পান গুলিবিদ্ধ অবস্থায় তার বাবা পড়ে আছে। এ সময় মুখোশ পরিহিত একজনকে পাহাড়ের দিকে চলে যেতে দেখেন। এরপর বাবার কাছে গেলে তিনি মাথায় হাত বুলিয়ে তার মাকে দেখে রাখতে বলেন। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে কৃষক আনু মিয়া নিহত হয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’