ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আসছে রানীর লেখা বই

  • আপডেট সময় : ১২:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। অভিনয়ে আর নিয়মিত দেখা যায় না তাকে। সংসার ও সামাজিক নানা কর্মকা- নিয়েই ব্যস্ত থাকেন বলিউডের এই বাঙালি অভিনেত্রী। মাঝে ‘মর্দানি’ সিনেমা নিয়ে ফিরলেও তা বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। মাস দুই আগেই শোনা গিয়েছিল, রানী ফের মা হতে চলেছেন! এমন গুঞ্জনের নেপথ্যে ছিল ভাইরাল হওয়া একটি ভিডিও। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের পথচলায় নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘কুচ কুচ হোতা হ্যায়’খ্যাত এ অভিনেত্রীকে। অভিনয় জীবনের এই জার্নিতে অনেক মধুর ও তিক্ততার মুখোমুখি হতে হয়েছে তাকে। সেই কথাগুলো কোনোদিন কাউকে বলা হয়ে ওঠেনি তার। এবার বইয়ের পাতায় মনের গহীনের গোপন রাখা কথাগুলো লিখে ফেলছেন রানী। আগামী বছরের ২১ মার্চ রানীর জন্মদিন। বিশেষ এই দিনেই তার লেখা স্মৃতিকথামূলক সেই বইটি প্রকাশ হতে পারে।
এ প্রসঙ্গে রানী মুখার্জি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, বলিউড তথা ভারতীয় চলচ্চিত্র অনেক দিয়েছে আমাকে। দীর্ঘ ২৫ বছরের এই ভ্রমণে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। কিন্তু কোনো দিন নিজের মনের কথা কাউকে বলিনি। একজন নারী হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রতিটি মুহূর্তে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। আমার বইটিতে সেসব কথাই থাকবে। বলিউডের রানীর ক্যারিয়ারের উত্থান-পতনের গল্পে সাজানো আত্মজীবনীমূলক এ বইটি হাতে পেতে পাঠককে আরো কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আসছে রানীর লেখা বই

আপডেট সময় : ১২:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। অভিনয়ে আর নিয়মিত দেখা যায় না তাকে। সংসার ও সামাজিক নানা কর্মকা- নিয়েই ব্যস্ত থাকেন বলিউডের এই বাঙালি অভিনেত্রী। মাঝে ‘মর্দানি’ সিনেমা নিয়ে ফিরলেও তা বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। মাস দুই আগেই শোনা গিয়েছিল, রানী ফের মা হতে চলেছেন! এমন গুঞ্জনের নেপথ্যে ছিল ভাইরাল হওয়া একটি ভিডিও। তবে বলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের পথচলায় নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘কুচ কুচ হোতা হ্যায়’খ্যাত এ অভিনেত্রীকে। অভিনয় জীবনের এই জার্নিতে অনেক মধুর ও তিক্ততার মুখোমুখি হতে হয়েছে তাকে। সেই কথাগুলো কোনোদিন কাউকে বলা হয়ে ওঠেনি তার। এবার বইয়ের পাতায় মনের গহীনের গোপন রাখা কথাগুলো লিখে ফেলছেন রানী। আগামী বছরের ২১ মার্চ রানীর জন্মদিন। বিশেষ এই দিনেই তার লেখা স্মৃতিকথামূলক সেই বইটি প্রকাশ হতে পারে।
এ প্রসঙ্গে রানী মুখার্জি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, বলিউড তথা ভারতীয় চলচ্চিত্র অনেক দিয়েছে আমাকে। দীর্ঘ ২৫ বছরের এই ভ্রমণে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। কিন্তু কোনো দিন নিজের মনের কথা কাউকে বলিনি। একজন নারী হিসেবে ইন্ডাস্ট্রিতে প্রতিটি মুহূর্তে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। আমার বইটিতে সেসব কথাই থাকবে। বলিউডের রানীর ক্যারিয়ারের উত্থান-পতনের গল্পে সাজানো আত্মজীবনীমূলক এ বইটি হাতে পেতে পাঠককে আরো কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে।