আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। গত সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মিলিত হন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাত নিয়ে কথা বলেন দুই নেতা। এছাড়া সামরিক সহযোগিতার নতুন চুক্তির প্রস্তুতি নিয়েও আলোচনা করেন তারা। বৈঠক শেষে টুইটারে দেওয়া পোস্টে দুই নেতা জানান, রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে সহযোগিতার পরিমাণ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন তারা। ন্যাটো এবং ইইউ-এর মধ্যে অব্যাহত সহযোগিতা এবং পারস্পরিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন যৌথ ঘোষণায় সম্মত হওয়ার বিষয়েও কথা বলেন দুই নেতা।