নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) তাদের আমানত ও দায় শেয়ারে রূপান্তর করতে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (এসবিসিএমএল) সঙ্গে চুক্তি করেছে। সম্প্রতি পল্টনের ডিআর টাওয়ারে আইএলএফএসএলের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আইএলএফএসএলের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মশিউর রহমান। অন্যদিকে সোনার বাংলা ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমাম হোসেন নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।