ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

মেয়েদের ইতিহাসগড়া মাঠে জামালদের অগ্নিপরীক্ষা আজ

  • আপডেট সময় : ০২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ক’দিন আগেই নেপালের দশরথ স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশের মেয়েরা। মেয়েদের এই অর্জনের রেশ কাটতে না কাটতেই একই মাঠে নেপালের মুখোমুখি হবে জামাল-জিকোরা। কম্বোডিয়াকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে নেপালের বিপক্ষে ম্যাচে সাবিনা-কৃষ্ণাদের সাফ জয়ের সাফল্য বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে জামাল ভুঁইয়াদের। আজ মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে খেলবে নেপাল তাই স্বাভাবিকভাবেই স্বাগতিক দর্শকদের সমর্থন পাবে তাঁরা। ফিফা র‌্যাংকিংয়েও নেপালের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। নেপাল ১৭২তম এবং বাংলাদেশ ১৯২তম। প্রতিপক্ষের মাঠ, সাম্প্রতিক ফর্ম বা র‌্যাংকিং নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। নেপালের বিপক্ষে প্রতিদ্বন্ধিতামূলক ফুটবল খেলাই মূল লক্ষ্য বলছেন জামাল,’আমরা প্রায় একমাস একসঙ্গে রয়েছি। কম্বোডিয়ার বিপক্ষে জিতেছি। ছেলেদের মধ্যে ভরপুর আত্মবিশ্বাস আছে। আমরা কালকের ম্যাচের জন্য প্রস্তুত। আমরা এটাও জানি, এটা নেপালের নিজেদের মাঠ, এ কারণে স্বাগতিকদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে আমরা আগামীকাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই এবং বলের জন্য লড়াই করতে চাই। ‘
নেপাল থেকেই সাফ জিতে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মেয়েদের জয়ের সেই উদাহরণ টেনে এনে জয়েই চোখ রাখছেন বাংলাদেশ অধিনায়ক,’এর আগেও আমরা এখানে (দশরথ স্টেডিয়াম) কিছু ম্যাচ খেলেছি। আমার মনে হয় না এখানে খেলা আমাদের জন্য বড় কোনো সমস্যা হবে। নেপালের খুবই ভালো হোম ক্রাউড আছে। অবশ্যই তারা নেপালের খেলোয়াড়দের সাহায্যে আসবে। কিন্তু কয়েকদিন আগে এ মাঠেই আমাদের মেয়েরা এখানে ইতিহাস গড়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। আমরাও তার পুনরাবৃত্তি করতে চাই। আমরাও কালকে জিততে চাই।’ বাংলাদেশের দায়িত্ব নিয়ে সপ্তম ম্যাচে এসে কম্বোডিয়ার বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছেন হাভিয়ের কাবরেরা। জয়ের এই ধারা ধরে রাখতে চান বাংলাদেশ কোচ,’২২ দিনের লম্বা ট্রেনিং এবং কম্বোডিয়া ম্যাচ শেষ করে আমরা এখানে (নেপাল) এসেছি। অবশ্যই কম্বোডিয়ার বিপক্ষে জয়টি আমাদের জন্য বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে। এখানে এসে রিকভারির দিকে আমরা গুরুত্ব দিয়েছি। এখানকার আবহাওয়া ভালো। ছেলেরাও আত্মবিশ্বাসী, আগামীকালের ম্যাচ জেতার জন্য ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে। সর্বশেষ দুই দল যখন সাফে মুখোমুখি হয়েছিল, আমি কোচের দায়িত্বে ছিলাম না। সেটিও আঁটসাঁট ম্যাচ হয়েছিল। নেপাল-বাংলাদেশ ম্যাচ ফিফটি-ফিফটি হয়। দিনশেষে যারা প্রতিপক্ষের চেয়ে বেশি নিখুঁত হবে, গোল করার ক্ষেত্রে যারা আরও বেশি কার্যকরী হবে, তারাই জিতবে। আমিও মনে করি নেপাল আমাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলবে এবং আমরা তার জন্য প্রস্তুত।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মেয়েদের ইতিহাসগড়া মাঠে জামালদের অগ্নিপরীক্ষা আজ

আপডেট সময় : ০২:৪২:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : ক’দিন আগেই নেপালের দশরথ স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশের মেয়েরা। মেয়েদের এই অর্জনের রেশ কাটতে না কাটতেই একই মাঠে নেপালের মুখোমুখি হবে জামাল-জিকোরা। কম্বোডিয়াকে হারানোর আত্মবিশ্বাস সঙ্গী করে নেপালের বিপক্ষে ম্যাচে সাবিনা-কৃষ্ণাদের সাফ জয়ের সাফল্য বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে জামাল ভুঁইয়াদের। আজ মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
কম্বোডিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের আত্মবিশ্বাস নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে খেলবে নেপাল তাই স্বাভাবিকভাবেই স্বাগতিক দর্শকদের সমর্থন পাবে তাঁরা। ফিফা র‌্যাংকিংয়েও নেপালের চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। নেপাল ১৭২তম এবং বাংলাদেশ ১৯২তম। প্রতিপক্ষের মাঠ, সাম্প্রতিক ফর্ম বা র‌্যাংকিং নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। নেপালের বিপক্ষে প্রতিদ্বন্ধিতামূলক ফুটবল খেলাই মূল লক্ষ্য বলছেন জামাল,’আমরা প্রায় একমাস একসঙ্গে রয়েছি। কম্বোডিয়ার বিপক্ষে জিতেছি। ছেলেদের মধ্যে ভরপুর আত্মবিশ্বাস আছে। আমরা কালকের ম্যাচের জন্য প্রস্তুত। আমরা এটাও জানি, এটা নেপালের নিজেদের মাঠ, এ কারণে স্বাগতিকদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে আমরা আগামীকাল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে চাই এবং বলের জন্য লড়াই করতে চাই। ‘
নেপাল থেকেই সাফ জিতে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। মেয়েদের জয়ের সেই উদাহরণ টেনে এনে জয়েই চোখ রাখছেন বাংলাদেশ অধিনায়ক,’এর আগেও আমরা এখানে (দশরথ স্টেডিয়াম) কিছু ম্যাচ খেলেছি। আমার মনে হয় না এখানে খেলা আমাদের জন্য বড় কোনো সমস্যা হবে। নেপালের খুবই ভালো হোম ক্রাউড আছে। অবশ্যই তারা নেপালের খেলোয়াড়দের সাহায্যে আসবে। কিন্তু কয়েকদিন আগে এ মাঠেই আমাদের মেয়েরা এখানে ইতিহাস গড়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে। আমরাও তার পুনরাবৃত্তি করতে চাই। আমরাও কালকে জিততে চাই।’ বাংলাদেশের দায়িত্ব নিয়ে সপ্তম ম্যাচে এসে কম্বোডিয়ার বিপক্ষে প্রথম জয়ের দেখা পেয়েছেন হাভিয়ের কাবরেরা। জয়ের এই ধারা ধরে রাখতে চান বাংলাদেশ কোচ,’২২ দিনের লম্বা ট্রেনিং এবং কম্বোডিয়া ম্যাচ শেষ করে আমরা এখানে (নেপাল) এসেছি। অবশ্যই কম্বোডিয়ার বিপক্ষে জয়টি আমাদের জন্য বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে। এখানে এসে রিকভারির দিকে আমরা গুরুত্ব দিয়েছি। এখানকার আবহাওয়া ভালো। ছেলেরাও আত্মবিশ্বাসী, আগামীকালের ম্যাচ জেতার জন্য ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে। সর্বশেষ দুই দল যখন সাফে মুখোমুখি হয়েছিল, আমি কোচের দায়িত্বে ছিলাম না। সেটিও আঁটসাঁট ম্যাচ হয়েছিল। নেপাল-বাংলাদেশ ম্যাচ ফিফটি-ফিফটি হয়। দিনশেষে যারা প্রতিপক্ষের চেয়ে বেশি নিখুঁত হবে, গোল করার ক্ষেত্রে যারা আরও বেশি কার্যকরী হবে, তারাই জিতবে। আমিও মনে করি নেপাল আমাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলবে এবং আমরা তার জন্য প্রস্তুত।