গোপালগঞ্জ সংবাদদাতা : মিয়ানমার সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমারের বিষয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের যেখানে যাকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া দরকার, যথাস্থানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ করব না। সেভাবে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সবাই প্রস্তুত আছে।’
গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর উপর নির্মিত সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘আমরা আক্রমণকারী হিসেবে চিহ্নিত হব না। আমাদের লক্ষ্য, আলোচনার টেবিলে শান্তিপূর্ণ সমাধান। প্রয়োজনে বিষয়টি আমরা জাতিসংঘে নিয়ে যাব। প্রধানমন্ত্রী আগামীকাল এ ব্যাপারে জাতিসংঘে বক্তব্য রাখবেন।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনের নামে মিথ্যাচার করছে। প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখছে। তত্ত্বাবধায়ক সরকারের ফয়সালা আদালত করে দিয়েছেন। এখানে আমাদের কোনও এখতিয়ার নাই। তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালতের সিদ্ধান্তে মিউজিয়ামে চলে গেছে। ওটা আর ফিরে আসার সম্ভাবনা আপাতত নেই।’
নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হবে এটা আশ্বস্ত করতে চাই। এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। সরকার মূল দায়িত্ব পালন করবে না। নির্বাচনকালীন অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো সরকার রুটিন ওয়ার্ক পালন করবে। যারা নির্বাচনে দায়িত্বে থাকবে, তারা সরকারের অধীনে থাকবে না। তারা নির্বাচন কমিশনের অধীনে থাকবে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী চলবে।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনের সময় পুলিশকে বদলি করতে হলে নির্বাচন কমিশন করবে। এগুলো বারবার বলার পরও বিএনপি বিষয়টি নিয়ে পানি ঘোলা করছে। তারা পানি ঘোলা করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শেষ পর্যন্ত নির্বাচনে না এসে তাদের সামনে আর কোনও পথ আছে বলে মনে করি না।’ মধুমতি সেতু নির্মাণ ও উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অক্টোবর মাসেই বহুল প্রতীক্ষিত এই সেতুর উদ্বোধন করা হবে। শেখ হাসিনা কথা দিয়ে কথা রেখেছেন। মধুমতি সেতু চালু হলে নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদা, খুলনাসহ গোটা অঞ্চলের মানুষ সুফল পাবে।’
ৃ
আমরা যুদ্ধ করব না : সেতুমন্ত্রী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ