ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট সময় : ০১:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। জানা গেছে, ভূমিকম্পের কারণে মেক্সিকো সিটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। এসময় ভূমিকম্পের সতর্ক সংকেতও বাজানো হয়। এরপর মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শিনবাউম টুইটারে বলেছেন, রাজধানীতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রথমে সাত মাত্রার ভূমিকম্প রেকর্ড করে, যা কয়েকদিন আগের ভূমিকম্প থেকে কিছুটা দুর্বল। তাছাড়া ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ দশমিক ৭ কিলোমিটার। এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) দেশটির একই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে অন্তত দুই জন নিহত হন। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই দিনে ভূমিকম্পে প্রায় হাজারখানেক মানুষের মৃত্যু হয় দেশটিতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক প্রাথমিক শিক্ষকদের

মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ০১:৪০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। জানা গেছে, ভূমিকম্পের কারণে মেক্সিকো সিটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। এসময় ভূমিকম্পের সতর্ক সংকেতও বাজানো হয়। এরপর মেক্সিকো সিটির মেয়র ক্লডিয়া শিনবাউম টুইটারে বলেছেন, রাজধানীতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রথমে সাত মাত্রার ভূমিকম্প রেকর্ড করে, যা কয়েকদিন আগের ভূমিকম্প থেকে কিছুটা দুর্বল। তাছাড়া ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ দশমিক ৭ কিলোমিটার। এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) দেশটির একই অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এতে অন্তত দুই জন নিহত হন। ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ১৯৮৫ সালের একই দিনে ভূমিকম্পে প্রায় হাজারখানেক মানুষের মৃত্যু হয় দেশটিতে।