ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

  • আপডেট সময় : ০২:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে

অর্থ-বাণিজ্য ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যেই রুপির এমন পতনের খবর এল। বুধবার (২১ সেপ্টেম্বর) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন এক ডলারে ৭৯ দশমিক ৯৭৫০ রুপি পাওয়া যায়। আগের সেশনে পাওয়া যেত ৭৯ দশমিক ৭৫ রুপি। মূলত পুরো সেশনজুড়েই ভারতীয় রুপির পতন দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, ডলার ক্রমেই শক্তিশালী হচ্ছে। তাছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের জন্য রিজার্ভ সেনাদের সমাবেশের নির্দেশনা দিয়েছেন। এতে রুপির ওপর আরও চাপ বাড়ছে। তাছাড়া ডলারের সূচক দুই দশকের মধ্যে সর্বোচ্চ হয়ে ১১০ দশমিক ৮৭-এ দাঁড়িয়েছে। ফেডের সুদের হার বাড়ানোর পদক্ষেপসহ নান কারণেই ডলারের চাহিদা বেড়েছে। ধারণা করা হচ্ছে, ৭৫ পয়েন্টভিত্তিতে ফের সুদের হার বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও কয়েকবার এই হারে বাড়ানো হয়। আশা করা হচ্ছে ১০০ পয়েন্টভিত্তিতে সুদের হার নির্ধারণ করবে না ব্যাংকটি। সুদের হারের সিদ্ধান্তের পাশাপাশি বিনিয়োগকারীরা ফেড চেয়ার জেরোম পাওয়েলের সংবাদ সম্মেলন ও সুদের হারের সম্ভাব্য পথে নীতিনির্ধারকদের নতুন অনুমানগুলোর দিকেও নজর রাখবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঢাকার ৪৪টি পুকুর ও জলাশয় সংস্কার কাজের উদ্বোধন করলেন পরিবেশ উপদেষ্টা

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

আপডেট সময় : ০২:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

অর্থ-বাণিজ্য ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যেই রুপির এমন পতনের খবর এল। বুধবার (২১ সেপ্টেম্বর) দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন এক ডলারে ৭৯ দশমিক ৯৭৫০ রুপি পাওয়া যায়। আগের সেশনে পাওয়া যেত ৭৯ দশমিক ৭৫ রুপি। মূলত পুরো সেশনজুড়েই ভারতীয় রুপির পতন দেখা গেছে। প্রতিবেদনে বলা হয়, ডলার ক্রমেই শক্তিশালী হচ্ছে। তাছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের জন্য রিজার্ভ সেনাদের সমাবেশের নির্দেশনা দিয়েছেন। এতে রুপির ওপর আরও চাপ বাড়ছে। তাছাড়া ডলারের সূচক দুই দশকের মধ্যে সর্বোচ্চ হয়ে ১১০ দশমিক ৮৭-এ দাঁড়িয়েছে। ফেডের সুদের হার বাড়ানোর পদক্ষেপসহ নান কারণেই ডলারের চাহিদা বেড়েছে। ধারণা করা হচ্ছে, ৭৫ পয়েন্টভিত্তিতে ফের সুদের হার বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও কয়েকবার এই হারে বাড়ানো হয়। আশা করা হচ্ছে ১০০ পয়েন্টভিত্তিতে সুদের হার নির্ধারণ করবে না ব্যাংকটি। সুদের হারের সিদ্ধান্তের পাশাপাশি বিনিয়োগকারীরা ফেড চেয়ার জেরোম পাওয়েলের সংবাদ সম্মেলন ও সুদের হারের সম্ভাব্য পথে নীতিনির্ধারকদের নতুন অনুমানগুলোর দিকেও নজর রাখবে।