ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বুমরাহতে স্বস্তি খুঁজছেন হার্দিক পান্ডিয়া

  • আপডেট সময় : ১০:৪৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রান করেও হারতে হলো ভারতকে। এত বড় রানও আটকাতে না পেরে তাদের উদ্বেগ বাড়ছে ডেথ বোলিং নিয়ে। যশপ্রীত বুমরাহর অভাব পূরণ করতে পারছেন না ভুবনেশ্বর কুমার। মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হার এবং এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় একই সূত্রে গাঁথা। ডেথ ওভারে ছন্নছাড়া বোলিং কাল হয়ে দাঁড়ায় ভারতের জন্য। ১৬ ওভার শেষে অজিদের স্কোর ৫ উইকেটে ১৫৪। শেষ চার ওভারে দরকার ৫৫ রান। ভুবনেশ্বর ও বৈচিত্রময় বোলিংয়ের জন্য সুপরিচিত হার্শাল প্যাটেল পাত্তাই পেলেন না বাকি সময়ে। ভুবনেশ্বর তার শেষ ২ ওভারে দিলেন ১৫ ও ১৬ রান, মাঝের ওভারে হার্শাল ২২ রান খরচা করলেন। তাতে শেষ ওভারে ২ রান প্রয়োজন হলে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই এই ম্যাচ হারের জন্য দায়ী ছন্নছাড়া ডেথ বোলিং। ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বললেন, ‘আমরা সবাই জানি যশপ্রীত বুমরাহ এই দলকে কী এনে দিতে পারে এবং আমাদের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ।’ ৩০ বলে অপরাজিত ৭১ রান করা এই ব্যাটসম্যান ছেলেদের ওপর বিশ্বাস রাখতে চান, ‘এখানে-সেখানে উদ্বেগ থাকবেই, (কিন্তু) আমাদের ছেলেদের বিশ্বাস করতে হবে। দেশের সেরা এই ১৫ জন, এ কারণেই তারা স্কোয়াডে। যশপ্রীত বড় পার্থক্য তৈরি করে, অবশ্যই, কিন্তু সে ইনজুরি থেকে ফিরছে। তাই তাকে ফিরে পাওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে এবং তাকে অনেক চাপ দেওয়া যাবে না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বুমরাহতে স্বস্তি খুঁজছেন হার্দিক পান্ডিয়া

আপডেট সময় : ১০:৪৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রান করেও হারতে হলো ভারতকে। এত বড় রানও আটকাতে না পেরে তাদের উদ্বেগ বাড়ছে ডেথ বোলিং নিয়ে। যশপ্রীত বুমরাহর অভাব পূরণ করতে পারছেন না ভুবনেশ্বর কুমার। মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হার এবং এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয় একই সূত্রে গাঁথা। ডেথ ওভারে ছন্নছাড়া বোলিং কাল হয়ে দাঁড়ায় ভারতের জন্য। ১৬ ওভার শেষে অজিদের স্কোর ৫ উইকেটে ১৫৪। শেষ চার ওভারে দরকার ৫৫ রান। ভুবনেশ্বর ও বৈচিত্রময় বোলিংয়ের জন্য সুপরিচিত হার্শাল প্যাটেল পাত্তাই পেলেন না বাকি সময়ে। ভুবনেশ্বর তার শেষ ২ ওভারে দিলেন ১৫ ও ১৬ রান, মাঝের ওভারে হার্শাল ২২ রান খরচা করলেন। তাতে শেষ ওভারে ২ রান প্রয়োজন হলে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই এই ম্যাচ হারের জন্য দায়ী ছন্নছাড়া ডেথ বোলিং। ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বললেন, ‘আমরা সবাই জানি যশপ্রীত বুমরাহ এই দলকে কী এনে দিতে পারে এবং আমাদের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ।’ ৩০ বলে অপরাজিত ৭১ রান করা এই ব্যাটসম্যান ছেলেদের ওপর বিশ্বাস রাখতে চান, ‘এখানে-সেখানে উদ্বেগ থাকবেই, (কিন্তু) আমাদের ছেলেদের বিশ্বাস করতে হবে। দেশের সেরা এই ১৫ জন, এ কারণেই তারা স্কোয়াডে। যশপ্রীত বড় পার্থক্য তৈরি করে, অবশ্যই, কিন্তু সে ইনজুরি থেকে ফিরছে। তাই তাকে ফিরে পাওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে এবং তাকে অনেক চাপ দেওয়া যাবে না।’