ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপডেট সময় : ১২:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি : খুলনায় নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার খুলনার খালিশপুর থানার মদিনাবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মেজবাহ উদ্দীন (২৫), একই এলাকার সুজন মোল্লার ছেলে ইমন মোল্লা (২০) ও পাবলা বৈরাগীপাড়া এলাকার মাহারাজ চৌকিদারের ছেলে শিমুল চৌকিদার (২০)। পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে দৌলতপুর থানা এলাকার ওই স্কুলছাত্রী এক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। এ সময় ওই যুবক (ভুক্তভোগীর বন্ধু) তার বন্ধু ও ফুফাতো ভাই মেজবাহকে ফোন দেন। ফোনে তারা বলে, ‘দোস্ত, ভাবিকে নিয়ে ঘুরতে আয়’। এরপর দুই জন বেলা সোয়া ১১টার দিকে ইজিবাইকে দৌলতপুরের পাবলা সবুজ সংঘ মাঠের দিকে যান। তখন মেজবাহ তার বন্ধু জয়নাল ও শিমুলকে নিয়ে ইজিবাইকে খালিশপুর মদিনাবাগ এলাকার একটি বাড়িতে যায়। এ সময় স্কুলছাত্রীর বন্ধুর কাছে মেজবাহ টাকা দাবি করে। তার কাছে টাকা না থাকায় আটকে রেখে তিন জন স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে তার বন্ধু ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, সেই সংস্কার আদায় করে ছাড়ব

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপডেট সময় : ১২:৪২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

খুলনা প্রতিনিধি : খুলনায় নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার খুলনার খালিশপুর থানার মদিনাবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এরপর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো—দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মেজবাহ উদ্দীন (২৫), একই এলাকার সুজন মোল্লার ছেলে ইমন মোল্লা (২০) ও পাবলা বৈরাগীপাড়া এলাকার মাহারাজ চৌকিদারের ছেলে শিমুল চৌকিদার (২০)। পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে দৌলতপুর থানা এলাকার ওই স্কুলছাত্রী এক বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। এ সময় ওই যুবক (ভুক্তভোগীর বন্ধু) তার বন্ধু ও ফুফাতো ভাই মেজবাহকে ফোন দেন। ফোনে তারা বলে, ‘দোস্ত, ভাবিকে নিয়ে ঘুরতে আয়’। এরপর দুই জন বেলা সোয়া ১১টার দিকে ইজিবাইকে দৌলতপুরের পাবলা সবুজ সংঘ মাঠের দিকে যান। তখন মেজবাহ তার বন্ধু জয়নাল ও শিমুলকে নিয়ে ইজিবাইকে খালিশপুর মদিনাবাগ এলাকার একটি বাড়িতে যায়। এ সময় স্কুলছাত্রীর বন্ধুর কাছে মেজবাহ টাকা দাবি করে। তার কাছে টাকা না থাকায় আটকে রেখে তিন জন স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে তার বন্ধু ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।