যশোর প্রতিনিধি : যশোরে ধানক্ষেত থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে। তিনি যশোরের শার্শা উপজেলার উত্তর বুরুজবাগান এলাকার (সংরক্ষিত-১) সাবেক ইউপি সদস্য শাহনাজ বেগম (৫০)।
গত সোমবার বিকাল সোয়া ৫টার দিকে যশোর-বেনাপোল সড়কের লাউজানি এলাকার ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও প্রকাশিত সংবাদ দেখে স্বজনরা রাতেই মরদেহ শনাক্ত করেন। পুলিশ বলছে, অসুস্থতাজনিত কারণে পা পিছলে পড়ে তিনি মারা গেছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি এবং প্রায় একই সময় পিবিআই কর্তৃক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় জানা গেছে। তিনি উত্তর বুরুজবাগান এলাকার সাবেক ইউপি সদস্য। তার স্বামীর নাম আজিজুর রহমান। শাহনাজ বেগম শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জিল্লুর রহমান রাজের মা।
ওসি জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী অজ্ঞাত হিসেবে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওই নারীর শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহানাজ বেগম শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য তিনি খুলনায় মেয়ের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে অসুস্থ হওয়ায় বাস থেকে নেমে যান। এরপর রাস্তার পাশে পা পিছলে ধানক্ষেতে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহনাজের ছেলে একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন তোতা বলেন, ‘শাহনাজ বেগম গতবার সংরক্ষিত-১ আসনের সদস্য ছিলেন। আমি ব্যক্তিগতভাবে পরিবারকে তাকে চিনি। তবে, তিনি অসুস্থ ছিলেন কি-না জানি না।’ এ বিষয়ে শাহনাজ বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
ধানক্ষেতে সাবেক ইউপি সদস্যের লাশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























