ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫

উদ্যোক্তা তৈরিতে বিশেষ সেমিনার

  • আপডেট সময় : ১০:১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ৭৮ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : উদ্যোক্তা তৈরির জন্য সেমিনারের আয়োজন করেছে সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন (এসএসও) নামে একটি প্রতিষ্ঠান। আগামী ৮ অক্টোবর ঢাকার গুলশানে আয়োজন করা হচ্ছে এই সেমিনার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে প্রচুর শিক্ষিত বেকার নারী-পুরুষ কর্মহীন আছেন। যাদের চাকরি কবে হবে তা অনিশ্চিত। তাদের অনেকেই বিদেশ যাওয়ারও চেষ্টা করছেন। কিন্তু সেটাও সময় সাপেক্ষ এবং খরচসাধ্য ব্যাপার। বেকার নারী-পুরুষরা যেন তাদের ভাগ্য নিজেই তৈরি করে নিতে পারে সেই লক্ষ্যে আয়োজন করা হয়েছে এন্টারপ্রেনিউর ফ্রি সেমিনার প্রোগ্রাম নামে এই সেমিনার।
উদ্ভাবনী প্রকল্প ও সমস্যা সমাধানের জন্য দেশে উদ্যোক্তা তৈরির জন্য এসএসও প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা। সারাদেশে প্রতিষ্ঠানটির ১০০টি সেমিনার করার পরিকল্পনা রয়েছে। সেমিনারের পরে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হতে সহায়তা করা হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সেমিনারে অংশগ্রহণের জন্য ০১৬২৯৬০৭৩৬৭ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনও নারী-পুরুষ সেমিনারে অংশ নিতে পারবেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

উদ্যোক্তা তৈরিতে বিশেষ সেমিনার

আপডেট সময় : ১০:১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : উদ্যোক্তা তৈরির জন্য সেমিনারের আয়োজন করেছে সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন (এসএসও) নামে একটি প্রতিষ্ঠান। আগামী ৮ অক্টোবর ঢাকার গুলশানে আয়োজন করা হচ্ছে এই সেমিনার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে প্রচুর শিক্ষিত বেকার নারী-পুরুষ কর্মহীন আছেন। যাদের চাকরি কবে হবে তা অনিশ্চিত। তাদের অনেকেই বিদেশ যাওয়ারও চেষ্টা করছেন। কিন্তু সেটাও সময় সাপেক্ষ এবং খরচসাধ্য ব্যাপার। বেকার নারী-পুরুষরা যেন তাদের ভাগ্য নিজেই তৈরি করে নিতে পারে সেই লক্ষ্যে আয়োজন করা হয়েছে এন্টারপ্রেনিউর ফ্রি সেমিনার প্রোগ্রাম নামে এই সেমিনার।
উদ্ভাবনী প্রকল্প ও সমস্যা সমাধানের জন্য দেশে উদ্যোক্তা তৈরির জন্য এসএসও প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির উদ্যোক্তারা। সারাদেশে প্রতিষ্ঠানটির ১০০টি সেমিনার করার পরিকল্পনা রয়েছে। সেমিনারের পরে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হতে সহায়তা করা হবে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। সেমিনারে অংশগ্রহণের জন্য ০১৬২৯৬০৭৩৬৭ নম্বরে ফোন করে রেজিস্ট্রেশন করতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনও নারী-পুরুষ সেমিনারে অংশ নিতে পারবেন।