ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

সেলিম খানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

  • আপডেট সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গতকাল রোববার আবেদনটি দাখিল করা হয়। ওই মামলায় ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এ সময়ের মধ্যে তাঁকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল সেশন জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
এ আদেশ স্থগিত চেয়ে আবেদনটি করা হয়েছে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে শিগগিরই আবেদনটি আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
আইনজীবীদের তথ্যমতে, ওই মামলায় আগাম জামিন চেয়ে সেলিমের আবেদনের করা পরিপ্রেক্ষিতে এর আগে গত ১৪ আগস্ট হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ তাঁকে তিন সপ্তাহের মধ্যে ঢাকার সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন। তবে মামলার নম্বরে ভুল থাকায় তিনি নি¤œ আদালতে হাজির হলেও তাঁর আত্মসমর্পণ গ্রহণ করা হয়নি। হাইকোর্টের আদেশে মামলার নম্বরে ১-এর পরিবর্তে ৯ উল্লেখ থাকায় বিষয়টি সংশোধনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়। প্রধান বিচারপতি আবেদনটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান। তবে ইতিমধ্যে তিন সপ্তাহ সময় শেষ হওয়ায় সংশোধন আবেদনটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ হয়। এরপর নতুন করে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন সেলিম খান। এর ওপর শুনানি নিয়ে ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, সেলিমের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১ আগস্ট মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, সেলিম অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সেলিম যে সম্পদের বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে অসংগতি পাওয়া গেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সেলিম খানের জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

আপডেট সময় : ০২:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খানকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুদক। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গতকাল রোববার আবেদনটি দাখিল করা হয়। ওই মামলায় ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এ সময়ের মধ্যে তাঁকে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল সেশন জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
এ আদেশ স্থগিত চেয়ে আবেদনটি করা হয়েছে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে শিগগিরই আবেদনটি আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার আদালতে শুনানির জন্য উপস্থাপন করা হবে।
আইনজীবীদের তথ্যমতে, ওই মামলায় আগাম জামিন চেয়ে সেলিমের আবেদনের করা পরিপ্রেক্ষিতে এর আগে গত ১৪ আগস্ট হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ তাঁকে তিন সপ্তাহের মধ্যে ঢাকার সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন। তবে মামলার নম্বরে ভুল থাকায় তিনি নি¤œ আদালতে হাজির হলেও তাঁর আত্মসমর্পণ গ্রহণ করা হয়নি। হাইকোর্টের আদেশে মামলার নম্বরে ১-এর পরিবর্তে ৯ উল্লেখ থাকায় বিষয়টি সংশোধনের জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়। প্রধান বিচারপতি আবেদনটি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান। তবে ইতিমধ্যে তিন সপ্তাহ সময় শেষ হওয়ায় সংশোধন আবেদনটি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ হয়। এরপর নতুন করে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন সেলিম খান। এর ওপর শুনানি নিয়ে ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট তাঁর চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, সেলিমের বিরুদ্ধে ৩৪ কোটি ৫৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১ আগস্ট মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, সেলিম অবৈধ উপায়ে ৩৪ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ১১৯ টাকার সম্পদ তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন। এ ছাড়া তিনি ৬৬ লাখ ৯৯ হাজার ৪৭৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সেলিম যে সম্পদের বিবরণী দাখিল করেছেন, তা যাচাই-বাছাই করে অসংগতি পাওয়া গেছে।