ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

নেপালে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত ১৭

  • আপডেট সময় : ০২:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

পিটিআই : নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত একদিনে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। একজন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার ( ১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। প্রতিবেদনে বলা হয়, আছাম জেলার বিভিন্ন অংশে ভূমিধসের ঘটনা ঘটেছে। যা গত কয়েকদিন ধরে চলা অবিরাম বর্ষণে সৃষ্ট বন্যার কারণে হয়েছে। আছাম জেলার ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা দীপেশ রিজালের জানান, রাজধানী কাঠমান্ডু থেকে তাদের জেলা প্রায় ৪৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সেখানে গত একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ১১ জনকে আকাশপথে সুরখেত জেলায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ভূমিধসের পর এখনো তিন জন নিখোঁজ রয়েছেন। তিনি আরও জানান, পুলিশ সদস্যরা নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ভূমিধসের পর আছাম জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। নেপালে ভূমিধস ও বন্যা খুবই সাধারণ ঘটনা। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশটিতে এ ধরনের দুর্যোগ বেশি ঘটে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নেপালে ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, নিহত ১৭

আপডেট সময় : ০২:২০:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

পিটিআই : নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত একদিনে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। একজন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার ( ১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। প্রতিবেদনে বলা হয়, আছাম জেলার বিভিন্ন অংশে ভূমিধসের ঘটনা ঘটেছে। যা গত কয়েকদিন ধরে চলা অবিরাম বর্ষণে সৃষ্ট বন্যার কারণে হয়েছে। আছাম জেলার ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা দীপেশ রিজালের জানান, রাজধানী কাঠমান্ডু থেকে তাদের জেলা প্রায় ৪৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সেখানে গত একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ১১ জনকে আকাশপথে সুরখেত জেলায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ভূমিধসের পর এখনো তিন জন নিখোঁজ রয়েছেন। তিনি আরও জানান, পুলিশ সদস্যরা নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ভূমিধসের পর আছাম জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। নেপালে ভূমিধস ও বন্যা খুবই সাধারণ ঘটনা। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশটিতে এ ধরনের দুর্যোগ বেশি ঘটে।