ক্রীড়া ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ বিচরণের যুগে যেকোনো আনুষ্ঠানিক ঘোষণা দিতে সংবাদ সম্মেলনের আগে ফেসবুক, টুইটার বা ইন্সটাগ্রামের দ্বারস্থ হওয়ার রীতি চলছে অনেকদিন ধরে। সেটিতে এবার ভিন্ন মাত্রা যোগ করেছেন স্পেন ফুটবল দলের হেড কোচ লুইস এনরিকে। তিনি উয়েফা নেশনস লিগের আসন্ন ম্যাচগুলোর জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন সাইকেল চালিয়ে। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে দলে থাকা খেলোয়াড়দের তালিকা দিয়ে দেওয়া হয়। কিন্তু স্পেন দিয়েছে ভিডিও, যেখানে দেখা যাচ্ছে সাইকেল চালাতে চালাতে খেলোয়াড়দের নাম বলছেন হেড কোচ। পরে প্রথাগত সংবাদ সম্মেলনও করেছেন এনরিকে। তবে সাইকেল চালাতে চালাতে দল ঘোষণার এ অভিনব পন্থা এরই মধ্যে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। আগামী ২৫ ও ২৮ সেপ্টেম্বর সুইজারল্যান্ড ও পর্তুগালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে স্পেন। সে দুই ম্যাচের দলই ঘোষণা করা সাইকেল চালানো অবস্থায়। এই দলে আরও একবার উপেক্ষিত রয়ে গেছেন স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোস। এছাড়া জায়গা হয়নি বার্সেলোনার বিস্ময় বালক আনসু ফাতিরও। তাদের দলে না রাখার ব্যাখ্যায় এনরিকে জানিয়েছেন, রামোস-ফাতির চেয়েও ভালো খেলোয়াড় থাকায় তাদের জায়গা হয়নি দলে। স্পেনের ২৫ সদস্যের স্কোয়াড গোলরক্ষক: সিমন, সানচেজ, রায়া ডিফেন্ডার: কারবাহাল, গার্সিয়া, আলবা, আজপিলিকুইতা, লরেন্তে, তোরেস, গায়া, গুইলামন মিডফিল্ডার: হার্নান্দেজ, বুসকেটস, কোকে, গাভি, সোলার, পেদ্রি, লোরেন্তে ফরোয়ার্ড: মোরাতা, ইগলেসিয়াস, তোরেস, সারাবিয়া, উইলিয়ামস, অ্যাসেনসিও ও পিনো


























