ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

হোমিওপ্যাথি ডাক্তারদের হয়রানি বন্ধে হোকসের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট সময় : ০৯:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবী লিখতে না দেওয়া ও দেশের বিভিন্নস্থানে চিকিৎসকদের হয়রানি বন্ধে প্রতিবাদ সমাবেশ করেছে দেশের সরকারি নিবন্ধনকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকদের একমাত্র সংগঠন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি।
গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা উত্তর-দক্ষিণ কমিটিসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায় থেকে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য চিকিৎসকবৃন্দ যোগদান করেন।
উল্লেখ্য, হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবী লেখা সংক্রান্ত একটি আপিল মামলা মহামান্য উচ্চআদালতে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এরইমধ্যে এই ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানির কয়েকটি ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশব্যাপী হোমিওপ্যাথিক চিকিৎসকরা প্রতিবাদে মুখর হয়েছেন। এরই অংশ হিসেবে বিভিন্ন সংগঠন ও প্রেস কনফারেন্সে হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিবাদে শামিল হয়েছেন। এবার সাংগঠনিকভাবে এই সমাবেশ করেছে দেশের একমাত্র সহ¯্রতমিক পদ্ধতির (সিঙ্গেল মেডিসিন) হোমিও ওষুধ ব্যবহারকারী ক্লাসিক্যাল চিকিৎসকদের সংগঠনটি।
হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটিসহ সকল চিকিৎসকের দাবির সাথে হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটিও চিকিৎসকদের হয়রানি বন্ধ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সমাবেশ থেকে। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দেবে বলেও জানিয়েছেন সংগঠনটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ সিরাজুল আলম সিদ্দিকী ফেরদৌস, উপদেষ্টা ডা. অপরেশ কুমার ব্যানার্জি, সাধারণ সম্পাদক ডা. মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি ডা. জি মাওলা, ডা. তপন কুমার বাড়ৈ প্রমুখ।
সমাবেশের আগে হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠিত হয়। অর্ধ-শতাধিক চিকিৎসককে শপথ পাঠ করান উপদেষ্টা ডা. অপরেশ কুমার ব্যানার্জি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

হোমিওপ্যাথি ডাক্তারদের হয়রানি বন্ধে হোকসের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ০৯:১৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবী লিখতে না দেওয়া ও দেশের বিভিন্নস্থানে চিকিৎসকদের হয়রানি বন্ধে প্রতিবাদ সমাবেশ করেছে দেশের সরকারি নিবন্ধনকৃত হোমিওপ্যাথিক চিকিৎসকদের একমাত্র সংগঠন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি।
গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার মোহাম্মদপুর তাজমহল রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা উত্তর-দক্ষিণ কমিটিসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা পর্যায় থেকে কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য চিকিৎসকবৃন্দ যোগদান করেন।
উল্লেখ্য, হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবী লেখা সংক্রান্ত একটি আপিল মামলা মহামান্য উচ্চআদালতে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এরইমধ্যে এই ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকদের হয়রানির কয়েকটি ঘটনা ঘটেছে। এ নিয়ে দেশব্যাপী হোমিওপ্যাথিক চিকিৎসকরা প্রতিবাদে মুখর হয়েছেন। এরই অংশ হিসেবে বিভিন্ন সংগঠন ও প্রেস কনফারেন্সে হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রতিবাদে শামিল হয়েছেন। এবার সাংগঠনিকভাবে এই সমাবেশ করেছে দেশের একমাত্র সহ¯্রতমিক পদ্ধতির (সিঙ্গেল মেডিসিন) হোমিও ওষুধ ব্যবহারকারী ক্লাসিক্যাল চিকিৎসকদের সংগঠনটি।
হোমিওপ্যাথিক চিকিৎসার স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটিসহ সকল চিকিৎসকের দাবির সাথে হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটিও চিকিৎসকদের হয়রানি বন্ধ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২১ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে সমাবেশ থেকে। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দেবে বলেও জানিয়েছেন সংগঠনটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোঃ সিরাজুল আলম সিদ্দিকী ফেরদৌস, উপদেষ্টা ডা. অপরেশ কুমার ব্যানার্জি, সাধারণ সম্পাদক ডা. মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি ডা. জি মাওলা, ডা. তপন কুমার বাড়ৈ প্রমুখ।
সমাবেশের আগে হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির দুই বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠিত হয়। অর্ধ-শতাধিক চিকিৎসককে শপথ পাঠ করান উপদেষ্টা ডা. অপরেশ কুমার ব্যানার্জি।