নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এল। তার একান্ত সচিব রিয়াজ উদ্দীন জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে সিইসির কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। “তবে শারীরিক কোনো জটিলতা উনার নেই। রিপোর্ট পজিটিভ আসায় আপাতত বাসায় থেকে চিকিৎসা নেবেন।” নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, সিইসির অনুপস্থিতিতে তার রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার দিনক্ষণসহ বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল কাজী হাবিবুল আউয়ালের। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে ছিলেন না। বুধবার তার অসুস্থতার বিষয়ে বিস্তারিত বলা না হলেও পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর সিইসির কোভিড হওয়ার বিষয়টি জানানো হল।