ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ডা. শাকিরসহ দুজন ৫ দিনের রিমান্ডে

  • আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে আনা হয় ডা. শাকির বিন ওয়ালীকে। পরে রামপুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় চিকিৎসক শাকিরসহ দুজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া শাকিরের আরেক সহযোগী আবরারুল হক ভিলা।
গত মঙ্গলবার রাতে মামলা করে সিটিটিসি। পরে বুধবার গ্রেপ্তার দুই আসামিকে আদালতে তুলে তাদের ১০ দিন করে রিমান্ডে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক এস এম মিজানুর রহমান। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রামপুরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান মামলা করেন। কথিত হিজরতের নামে ঘর ছেড়ে যাওয়া কুমিল্লার সাত তরুণের সহযোগী শাকির। তিনি নানাভাবে তরুণ-যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সংগঠনটির জন্য সদস্য সংগ্রহ, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা ও কথিত হিজরতে যেতে সহায়তা করতেন বলেও তথ্য আছে বলে জানান পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ডা. শাকিরসহ দুজন ৫ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০২:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে পুলিশ পরিচয়ে তুলে আনা হয় ডা. শাকির বিন ওয়ালীকে। পরে রামপুরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় চিকিৎসক শাকিরসহ দুজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া শাকিরের আরেক সহযোগী আবরারুল হক ভিলা।
গত মঙ্গলবার রাতে মামলা করে সিটিটিসি। পরে বুধবার গ্রেপ্তার দুই আসামিকে আদালতে তুলে তাদের ১০ দিন করে রিমান্ডে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক এস এম মিজানুর রহমান। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রামপুরা থানায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক কাজী মিজানুর রহমান মামলা করেন। কথিত হিজরতের নামে ঘর ছেড়ে যাওয়া কুমিল্লার সাত তরুণের সহযোগী শাকির। তিনি নানাভাবে তরুণ-যুবকদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গি সংগঠনটির জন্য সদস্য সংগ্রহ, সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা ও কথিত হিজরতে যেতে সহায়তা করতেন বলেও তথ্য আছে বলে জানান পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।