ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

দুইবার পিছিয়ে পড়েও শেষ ষোলোতে জার্মানি

  • আপডেট সময় : ১০:২৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : পর্তুগালের মতো জার্মানিরও শেষ ষোলোতে যেতে হলে শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জয় কিংবা ড্র করার প্রয়োজন ছিল। সবাই ধরেই নিয়েছিল হাঙ্গেরিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাবে ফুটবলের পাওয়ার হাউজ খ্যাত জার্মানি। কিন্তু বুধবার দিবাগত রাতে হাঙ্গেরি দারুণ পরীক্ষা নিয়েছে জার্মানদের। তাদের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে জার্মানি। তাতে করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে জোয়াকিম লো’র শিষ্যরা।
৩ ম্যাচ থেকে জার্মানির সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট পর্তুগালেরও। আর ফ্রান্সের সংগ্রহ ৫ পয়েন্ট। ফ্রান্স ও জার্মানির সঙ্গে তৃতীয় স্থানে থাকা সেরা দল হিসেবে পর্তুগালও টিকিট পেয়েছে নকআউট পর্বের।
হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে জার্মানি। এ সময় রোনাল্ড সালাই এর ক্রসে ডি বক্সের মধ্যে ডাইভ দিয়ে হেড নেন অধিনায়ক অ্যাডাম জালাই। তার নেওয়া হেড ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
বিরতির পর ৬৬ মিনিটে জার্মানির কাই হাভার্টজ গোল করে সমতা ফেরান। কিন্তু ৬৮ মিনিটেই আন্দ্রাস স্কাফেরের গোলে আবার এগিয়ে যায় হাঙ্গেরি। ৮৪ মিনিটে জার্মানির লিওন গোরেৎকার গোলে আবার সমতা ফেরে। শেষ পর্যন্ত এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।
২-২ গোলে ড্র করে জার্মানি টিকিট পায় শেষ ষোলোর। আর হাঙ্গোরি বিদায় নেয়।
নকআউট পর্বে জার্মানি পেয়েছে ইংল্যান্ডকে। ফ্রান্স পেয়েছে সুইজারল্যান্ডকে। আর পর্তুগাল পেয়েছে বেলজিয়ামকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুইবার পিছিয়ে পড়েও শেষ ষোলোতে জার্মানি

আপডেট সময় : ১০:২৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : পর্তুগালের মতো জার্মানিরও শেষ ষোলোতে যেতে হলে শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জয় কিংবা ড্র করার প্রয়োজন ছিল। সবাই ধরেই নিয়েছিল হাঙ্গেরিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাবে ফুটবলের পাওয়ার হাউজ খ্যাত জার্মানি। কিন্তু বুধবার দিবাগত রাতে হাঙ্গেরি দারুণ পরীক্ষা নিয়েছে জার্মানদের। তাদের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে জার্মানি। তাতে করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ‘এফ’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে জোয়াকিম লো’র শিষ্যরা।
৩ ম্যাচ থেকে জার্মানির সংগ্রহ ৪ পয়েন্ট। সমান ৪ পয়েন্ট পর্তুগালেরও। আর ফ্রান্সের সংগ্রহ ৫ পয়েন্ট। ফ্রান্স ও জার্মানির সঙ্গে তৃতীয় স্থানে থাকা সেরা দল হিসেবে পর্তুগালও টিকিট পেয়েছে নকআউট পর্বের।
হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের ১১ মিনিটেই পিছিয়ে পড়ে জার্মানি। এ সময় রোনাল্ড সালাই এর ক্রসে ডি বক্সের মধ্যে ডাইভ দিয়ে হেড নেন অধিনায়ক অ্যাডাম জালাই। তার নেওয়া হেড ম্যানুয়েল নয়্যারকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
বিরতির পর ৬৬ মিনিটে জার্মানির কাই হাভার্টজ গোল করে সমতা ফেরান। কিন্তু ৬৮ মিনিটেই আন্দ্রাস স্কাফেরের গোলে আবার এগিয়ে যায় হাঙ্গেরি। ৮৪ মিনিটে জার্মানির লিওন গোরেৎকার গোলে আবার সমতা ফেরে। শেষ পর্যন্ত এই সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।
২-২ গোলে ড্র করে জার্মানি টিকিট পায় শেষ ষোলোর। আর হাঙ্গোরি বিদায় নেয়।
নকআউট পর্বে জার্মানি পেয়েছে ইংল্যান্ডকে। ফ্রান্স পেয়েছে সুইজারল্যান্ডকে। আর পর্তুগাল পেয়েছে বেলজিয়ামকে।