ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

থাই রানির মতো পোশাক পরায় দুই বছরের জেল

  • আপডেট সময় : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : থাইল্যান্ডে দেশটির রানির মতো পোশাক পরে তাঁকে বিদ্রূপ ও মানহানির অভিযোগে এক অধিকারকর্মীকে কারাদ- দিয়েছেন দেশটির আদালত। গতকাল সোমবার তাঁকে দুই বছরের কারাদ- দেওয়া হয়। খবর বিবিসির। জাতুপর্ন সাইউয়েং নামের ওই অধিকারকর্মীর বয়স ২৫ বছর। ২০২০ সালে ব্যাংককে এক রাজনৈতিক বিক্ষোভে গোলাপী রঙের পোশাক পরে অংশ নিয়েছিলেন তিনি। তিনি রানিকে অবমাননা করার কথা অস্বীকার করে বলেন, তিনি কেবল থাই ঐতিহাসিক পোশাক পরেছিলেন। এ সময় তিনি প্রতীকী ফ্যাশন শোর মতো সিল্কের কাপড় দিয়ে তৈরি গোলাপি রঙের পোশাক পরে লালগালিচার ওপর দিয়ে হেঁটে গিয়েছেন মাত্র। জাতুপর্ন বলেন, তখন তাঁর মাথার ওপর ছাতা ধরে রেখেছিলেন একজন। থাই রাজার স্ত্রী রানি সুথিদা প্রায়ই জনসমাগম স্থলে আসার সময় সিল্কের পোশাক পরে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানে রাজপরিবারের সদস্যদের মাথার ওপর অন্য কাউকে ছাতা ধরে থাকতে দেখা যায়। জাতুপর্ন রানির মতো পোশাক পরে তাঁকে অবমাননা করেছেন বলে অভিযোগ করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জাতুপর্ন বলেন, তিনি শুধু ঐতিহ্যবাহী একটি পোশাক পরেছিলেন। আদালতের রায় ঘোষণার আগে প্রকাশিত এক সাক্ষাৎকারে জাতুপর্ন বলেন, ‘কাউকে নিয়ে বিদ্রূপ করার ইচ্ছা আমার নেই। আমি সেদিন নিজের জন্যই পোশাক পরেছিলাম, থাই ঐতিহাসিক পোশাকে কেমন লাগে, তা দেখতে চেয়েছিলাম।’ মানবাধিকার সংগঠনগুলো আদালতের রায়ের ব্যাপারে কঠোর সমালোচনা করেছে। জাতুপর্নকে শুরুতে তিন বছরের কারাদ- দেওয়া হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সাজা কমিয়ে দুই বছর করা হয়। রাজা এবং রাজপরিবারের অন্য সদস্যদের সমালোচনা কার্যত নিষিদ্ধ করে থাইল্যান্ডে কঠোর আইন বিদ্যমান আছে। থাইল্যান্ডের আইনি প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, রাজপরিবারকে অবমাননাসংক্রান্ত আইনে সে দেশে ২০২০ সালের নভেম্বর থেকে কমপক্ষে ২১০ জন বিক্ষোভকারীকে অভিযুক্ত করা হয়। অথচ তার আগের তিন বছরে আইনটি একেবারেই কার্যকর হতে দেখা যায়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঢাকায় সকালের তাপমাত্রা ২০ ডিগ্রি, সারাদিন আবহাওয়া থাকবে শুষ্ক

থাই রানির মতো পোশাক পরায় দুই বছরের জেল

আপডেট সময় : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : থাইল্যান্ডে দেশটির রানির মতো পোশাক পরে তাঁকে বিদ্রূপ ও মানহানির অভিযোগে এক অধিকারকর্মীকে কারাদ- দিয়েছেন দেশটির আদালত। গতকাল সোমবার তাঁকে দুই বছরের কারাদ- দেওয়া হয়। খবর বিবিসির। জাতুপর্ন সাইউয়েং নামের ওই অধিকারকর্মীর বয়স ২৫ বছর। ২০২০ সালে ব্যাংককে এক রাজনৈতিক বিক্ষোভে গোলাপী রঙের পোশাক পরে অংশ নিয়েছিলেন তিনি। তিনি রানিকে অবমাননা করার কথা অস্বীকার করে বলেন, তিনি কেবল থাই ঐতিহাসিক পোশাক পরেছিলেন। এ সময় তিনি প্রতীকী ফ্যাশন শোর মতো সিল্কের কাপড় দিয়ে তৈরি গোলাপি রঙের পোশাক পরে লালগালিচার ওপর দিয়ে হেঁটে গিয়েছেন মাত্র। জাতুপর্ন বলেন, তখন তাঁর মাথার ওপর ছাতা ধরে রেখেছিলেন একজন। থাই রাজার স্ত্রী রানি সুথিদা প্রায়ই জনসমাগম স্থলে আসার সময় সিল্কের পোশাক পরে থাকেন। বিভিন্ন অনুষ্ঠানে রাজপরিবারের সদস্যদের মাথার ওপর অন্য কাউকে ছাতা ধরে থাকতে দেখা যায়। জাতুপর্ন রানির মতো পোশাক পরে তাঁকে অবমাননা করেছেন বলে অভিযোগ করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জাতুপর্ন বলেন, তিনি শুধু ঐতিহ্যবাহী একটি পোশাক পরেছিলেন। আদালতের রায় ঘোষণার আগে প্রকাশিত এক সাক্ষাৎকারে জাতুপর্ন বলেন, ‘কাউকে নিয়ে বিদ্রূপ করার ইচ্ছা আমার নেই। আমি সেদিন নিজের জন্যই পোশাক পরেছিলাম, থাই ঐতিহাসিক পোশাকে কেমন লাগে, তা দেখতে চেয়েছিলাম।’ মানবাধিকার সংগঠনগুলো আদালতের রায়ের ব্যাপারে কঠোর সমালোচনা করেছে। জাতুপর্নকে শুরুতে তিন বছরের কারাদ- দেওয়া হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সাজা কমিয়ে দুই বছর করা হয়। রাজা এবং রাজপরিবারের অন্য সদস্যদের সমালোচনা কার্যত নিষিদ্ধ করে থাইল্যান্ডে কঠোর আইন বিদ্যমান আছে। থাইল্যান্ডের আইনি প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, রাজপরিবারকে অবমাননাসংক্রান্ত আইনে সে দেশে ২০২০ সালের নভেম্বর থেকে কমপক্ষে ২১০ জন বিক্ষোভকারীকে অভিযুক্ত করা হয়। অথচ তার আগের তিন বছরে আইনটি একেবারেই কার্যকর হতে দেখা যায়নি।