ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ইতিহাস গড়ল ‘স্কুইড গেম’, এমি জুড়ে জয়জয়কার

  • আপডেট সময় : ১১:০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ৭৪ তম প্রাইমটাইম ‘এমি অ্যাওয়ার্ডস’ আয়োজনটি টেলিভিশনে কাজ করা তারকাদের জন্য অনেক প্রতীক্ষার রাত। বছরজুড়ে কাজ করা সেরাদের এক জায়গায় নিয়ে আসে ‘এমি অ্যাওয়ার্ডস’। এবারের এমি আসরে দক্ষিণ কোরিয়ার সুপারহিট মানি চেজার সিরিজ ‘স্কুইড গেম’ ইতিহাস সৃষ্টির করে শীর্ষের দিকেই রয়েছে। ১৪টি শক্তিশালী মনোনয়ন দখল করার পাশাপাশি এটির অভিনেতা এবং ক্রুদের জন্য মনে রাখার মত একটি রাত উদযাপন করেছে। পুরস্কারের মূল রাতে উপস্থিত ছিলেন ‘স্কুইড গেম’ অভিনেতা লি জুং জে, পার্ক হে সু, জং হো ইয়ন, ওহ ইয়ং সু এবং পরিচালক হোয়াং ডং হিউক যিনি ‘স্কুইড গেম’ এর লেখকও। লি জং জায়ে এবং জুং হো ইয়ন উপস্থাপক হিসাবে মঞ্চে এসেছিলেন যখন দর্শকরা শো’টির জয়ের জন্য প্রবল আগ্রহে অপেক্ষা করেছিল।
এরপর রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিচালক হোয়াং ডং হিউক মঞ্চে উঠে আসেন। তিনি নাটক সিরিজ বিভাগে অসামান্য পরিচালনার বিজয়ী হিসেবে পুরস্কার পান। পুরস্কার পেয়ে অশ্রুশিক্ত চোখে তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে ঐতিহাসিক মুহূর্ত উদযাপনকারী দর্শকদের জন্য একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছেন এই পরিচালক। তিনি বলেন, ‘মানুষ আমাকে বলছে যে আমি ইতিহাস তৈরি করেছি। কিন্তু আমি মনে করি না যে আমি নিজেই ইতিহাস তৈরি করেছি কারণ আপনারাই ‘স্কুইড গেম’ এর দরজা খুলে দিয়েছিলেন। আজ রাতে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই আমি বিশ্বাস করি, আমাকে বলতে হবে আমরা সবাই মিলে ইতিহাস তৈরি করেছি। ’ এছাড়াও ‘স্কুইড গেম’ দ্বিতীয় সিজন আসার ব্যাপারেও জানিয়েছেন এই পরিচালক। আগামী বছর আবারো দর্শক মাতাবে এই বহুল প্রত্যাশিত সিরিজটি। এছাড়াও স্কুইড গেমের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছে লি জুং জে এবং পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছে অভিনেত্রী লি ইয়ু মি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ইতিহাস গড়ল ‘স্কুইড গেম’, এমি জুড়ে জয়জয়কার

আপডেট সময় : ১১:০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : ৭৪ তম প্রাইমটাইম ‘এমি অ্যাওয়ার্ডস’ আয়োজনটি টেলিভিশনে কাজ করা তারকাদের জন্য অনেক প্রতীক্ষার রাত। বছরজুড়ে কাজ করা সেরাদের এক জায়গায় নিয়ে আসে ‘এমি অ্যাওয়ার্ডস’। এবারের এমি আসরে দক্ষিণ কোরিয়ার সুপারহিট মানি চেজার সিরিজ ‘স্কুইড গেম’ ইতিহাস সৃষ্টির করে শীর্ষের দিকেই রয়েছে। ১৪টি শক্তিশালী মনোনয়ন দখল করার পাশাপাশি এটির অভিনেতা এবং ক্রুদের জন্য মনে রাখার মত একটি রাত উদযাপন করেছে। পুরস্কারের মূল রাতে উপস্থিত ছিলেন ‘স্কুইড গেম’ অভিনেতা লি জুং জে, পার্ক হে সু, জং হো ইয়ন, ওহ ইয়ং সু এবং পরিচালক হোয়াং ডং হিউক যিনি ‘স্কুইড গেম’ এর লেখকও। লি জং জায়ে এবং জুং হো ইয়ন উপস্থাপক হিসাবে মঞ্চে এসেছিলেন যখন দর্শকরা শো’টির জয়ের জন্য প্রবল আগ্রহে অপেক্ষা করেছিল।
এরপর রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিচালক হোয়াং ডং হিউক মঞ্চে উঠে আসেন। তিনি নাটক সিরিজ বিভাগে অসামান্য পরিচালনার বিজয়ী হিসেবে পুরস্কার পান। পুরস্কার পেয়ে অশ্রুশিক্ত চোখে তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়ে ঐতিহাসিক মুহূর্ত উদযাপনকারী দর্শকদের জন্য একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছেন এই পরিচালক। তিনি বলেন, ‘মানুষ আমাকে বলছে যে আমি ইতিহাস তৈরি করেছি। কিন্তু আমি মনে করি না যে আমি নিজেই ইতিহাস তৈরি করেছি কারণ আপনারাই ‘স্কুইড গেম’ এর দরজা খুলে দিয়েছিলেন। আজ রাতে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই আমি বিশ্বাস করি, আমাকে বলতে হবে আমরা সবাই মিলে ইতিহাস তৈরি করেছি। ’ এছাড়াও ‘স্কুইড গেম’ দ্বিতীয় সিজন আসার ব্যাপারেও জানিয়েছেন এই পরিচালক। আগামী বছর আবারো দর্শক মাতাবে এই বহুল প্রত্যাশিত সিরিজটি। এছাড়াও স্কুইড গেমের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছে লি জুং জে এবং পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছে অভিনেত্রী লি ইয়ু মি।