ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে ছাত্র অধিকার পরিষদের নেতাকে অব্যাহতি

  • আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা থেকে ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সে মোতাবেক সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম (শামীম) বিরোধিতা করেন। উভয় উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মামুনকে অব্যাহতির আদেশ দেন। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। গত বছরের ৮ জুন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান শুধু হাসান আল মামুনকে অভিযুক্ত করে এবং বাকি পাঁচ আসামির অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন জমা দেন। মামুনকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১) ধারায় অভিযুক্ত করা হয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে ছাত্র অধিকার পরিষদের নেতাকে অব্যাহতি

আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা থেকে ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন মামলাটি অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। সে মোতাবেক সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম (শামীম) বিরোধিতা করেন। উভয় উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মামুনকে অব্যাহতির আদেশ দেন। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। গত বছরের ৮ জুন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান শুধু হাসান আল মামুনকে অভিযুক্ত করে এবং বাকি পাঁচ আসামির অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন জমা দেন। মামুনকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১) ধারায় অভিযুক্ত করা হয়।