ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

মাছ না ধরেই ফিরছে ট্রলার

  • আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

বরগুনা সংবাদদাতা : নি¤œচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ায় মাছ না ধরেই বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরতে শুরু করেছে শত শত ট্রলার। রোববার মধ্যরাত থেকে জেলেরা ট্রলার নিয়ে ফিরে আসতে শুরু করেন। এতে বড় লোকসানের আশঙ্কা করছেন ওই এলাকার মৎস্যজীবীরা। ঘাটে ফেরা এফ বি মায়ের দোয়া ট্রলারের মাঝি শামসুল হক জানান, প্রায় দেড় লাখ টকার সামগ্রী নিয়ে তিনদিন আগে সমুদ্রে গিয়ে মাছ না ধরেই ফিরতে হয়েছে তাদের। প্রথমে নি¤œচাপের খবর পেয়েও লোকসান বিবেচনায় সমুদ্রে থাকতে চেয়েছিলেন তারা। তবে রোববার দুপুরের পর সমুদ্র তার রূপ পাল্টায়। বর্তমানে সমুদ্র এতটাই উত্তাল যে ট্রলার নিয়ে অবস্থান করা জেলেদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
বাংলাদেশ ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, সম্প্রতি নি¤œচাপে লোকসান নিয়ে ফেরা ট্রলারগুলোর জেলে ও মাঝিরা ধার-দেনা করে ফের সমুদ্রে গিয়েছিলেন। তবে এবারের নি¤œচাপ মৎস্যজীবীদের জন্য মরার ওপর খাড়ার ঘা হিসেবে এসেছে। এখন প্রতিটি ট্রলারের মালিকই দেনাগ্রস্ত। বরগুনা সাইক্লোন প্রিপারনেস প্রোগ্রাম (সিপিপি) জানিয়েছে, নি¤œচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাছ না ধরেই ফিরছে ট্রলার

আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

বরগুনা সংবাদদাতা : নি¤œচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ায় মাছ না ধরেই বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরতে শুরু করেছে শত শত ট্রলার। রোববার মধ্যরাত থেকে জেলেরা ট্রলার নিয়ে ফিরে আসতে শুরু করেন। এতে বড় লোকসানের আশঙ্কা করছেন ওই এলাকার মৎস্যজীবীরা। ঘাটে ফেরা এফ বি মায়ের দোয়া ট্রলারের মাঝি শামসুল হক জানান, প্রায় দেড় লাখ টকার সামগ্রী নিয়ে তিনদিন আগে সমুদ্রে গিয়ে মাছ না ধরেই ফিরতে হয়েছে তাদের। প্রথমে নি¤œচাপের খবর পেয়েও লোকসান বিবেচনায় সমুদ্রে থাকতে চেয়েছিলেন তারা। তবে রোববার দুপুরের পর সমুদ্র তার রূপ পাল্টায়। বর্তমানে সমুদ্র এতটাই উত্তাল যে ট্রলার নিয়ে অবস্থান করা জেলেদের জন্য অসম্ভব হয়ে পড়েছে।
বাংলাদেশ ফিসিং বোর্ড মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, সম্প্রতি নি¤œচাপে লোকসান নিয়ে ফেরা ট্রলারগুলোর জেলে ও মাঝিরা ধার-দেনা করে ফের সমুদ্রে গিয়েছিলেন। তবে এবারের নি¤œচাপ মৎস্যজীবীদের জন্য মরার ওপর খাড়ার ঘা হিসেবে এসেছে। এখন প্রতিটি ট্রলারের মালিকই দেনাগ্রস্ত। বরগুনা সাইক্লোন প্রিপারনেস প্রোগ্রাম (সিপিপি) জানিয়েছে, নি¤œচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য দেশের চার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।