ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

মুদ্রার মান কমলেও দাম বাড়েনি আইফোনের

  • আপডেট সময় : ১০:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • ১০৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি অ্যাপলের নতুন মডেলের ফোন আইফোন ১৪ অবমুক্ত হয়েছে। নতুন এই মডেলে আগের চেয়ে উন্নত ক্যামেরা, দ্রুতগতির প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সংযোজিত হলেও এর মূল্য রাখা হয়েছে আগের মডেলের সমান। যদিও আইফোনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছিল এর মূল্য ১৫ শতাংশ বেড়ে যেতে পারে বলে জানায় সংবাদ মাধ্যম এপিনিউজ।
সংবাদ মাধ্যমটি জানায়, গত কয়েক বছর হলো আইফোনের প্রত্যেক নতুন মডেলেই ক্যামেরা এবং ব্যাটারি লাইফের ধারাবাহিক উন্নতি হয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর আইফোন ১৪ এর দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার থেকে আর আর আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম শুরু হয়েছে এক হাজার ৯৯ ডলার থেকে
নতুন আইফোন ১৪ তে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা যেখানে আগের মডেলের প্রো এবং প্রো ম্যাক্সে ছিল ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে মোড চালু করেছে আইফোনে। যদিও অ্যান্ড্রয়েড ফোনে এই প্রযুক্তি আগে থেকেই চালু আছে।
এছাড়া এবছর নভেম্বর থেকে নতুন আইফোনের সবগুলো মডেলেই স্যাটেলাইট ব্যবহার করে এসওএস মেসেজ পাঠানো যাবে। পাশাপাশি সবগুলো মডেলেই থাকছে একটি বিশেষ সেন্সর যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি দুর্ঘটনা নির্ণয় করতে পারবে।
আইফোন ছাড়াও অ্যাপল ওয়াচ সিরিজ ৮ বের হয়েছে একই দিনে। নতুন এই অ্যাপল ওয়াচে যোগ করা হয়েছে তাপমাত্রার সেন্সর। আইফোন ১৪ এর মতো অ্যাপল ওয়াচও গাড়ি দুর্ঘটনা নির্ণয় করতে পারবে। দামের বেলাতেও গ্রহণ করা হয়েছে আইফোন ১৪ এর নীতি। অর্থাৎ গত বছরের দামেই বিক্রি হবে নতুন অ্যাপল ওয়াচ। এর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। চলতি মাসের ১৬ তারিখ থেকে এটি স্টোরগুলোতে পাওয়া যাবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুদ্রার মান কমলেও দাম বাড়েনি আইফোনের

আপডেট সময় : ১০:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি অ্যাপলের নতুন মডেলের ফোন আইফোন ১৪ অবমুক্ত হয়েছে। নতুন এই মডেলে আগের চেয়ে উন্নত ক্যামেরা, দ্রুতগতির প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সংযোজিত হলেও এর মূল্য রাখা হয়েছে আগের মডেলের সমান। যদিও আইফোনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছিল এর মূল্য ১৫ শতাংশ বেড়ে যেতে পারে বলে জানায় সংবাদ মাধ্যম এপিনিউজ।
সংবাদ মাধ্যমটি জানায়, গত কয়েক বছর হলো আইফোনের প্রত্যেক নতুন মডেলেই ক্যামেরা এবং ব্যাটারি লাইফের ধারাবাহিক উন্নতি হয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর আইফোন ১৪ এর দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার থেকে আর আর আইফোন ১৪ প্রো ম্যাক্স এর দাম শুরু হয়েছে এক হাজার ৯৯ ডলার থেকে
নতুন আইফোন ১৪ তে ব্যবহার করা হয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা যেখানে আগের মডেলের প্রো এবং প্রো ম্যাক্সে ছিল ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়া অলওয়েজ অন ডিসপ্লে মোড চালু করেছে আইফোনে। যদিও অ্যান্ড্রয়েড ফোনে এই প্রযুক্তি আগে থেকেই চালু আছে।
এছাড়া এবছর নভেম্বর থেকে নতুন আইফোনের সবগুলো মডেলেই স্যাটেলাইট ব্যবহার করে এসওএস মেসেজ পাঠানো যাবে। পাশাপাশি সবগুলো মডেলেই থাকছে একটি বিশেষ সেন্সর যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি দুর্ঘটনা নির্ণয় করতে পারবে।
আইফোন ছাড়াও অ্যাপল ওয়াচ সিরিজ ৮ বের হয়েছে একই দিনে। নতুন এই অ্যাপল ওয়াচে যোগ করা হয়েছে তাপমাত্রার সেন্সর। আইফোন ১৪ এর মতো অ্যাপল ওয়াচও গাড়ি দুর্ঘটনা নির্ণয় করতে পারবে। দামের বেলাতেও গ্রহণ করা হয়েছে আইফোন ১৪ এর নীতি। অর্থাৎ গত বছরের দামেই বিক্রি হবে নতুন অ্যাপল ওয়াচ। এর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। চলতি মাসের ১৬ তারিখ থেকে এটি স্টোরগুলোতে পাওয়া যাবে।