নিজস্ব প্রতিবেদক : তিনজনকে মহাপরিচালক, ছয়জনকে পরিচালক ও আটজনকে উপ-পরিচালকসহ মোট ১৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদক সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পরিচালক থেকে তিনজনকে মহাপরিচালক, উপ-পরিচালক থেকে ছয়জনকে পরিচালক ও সহকারী পরিচালক পদে থাকা আটজনকে উপ-পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পরিচালক থেকে যে তিনজন মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন- মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন। উপ-পরিচালক থেকে যে ছয়জন পরিচালক হয়েছেন তারা হলেন- এসএম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটোয়ারী, ঋত্বিক সাহা ও মো. মোশারফ হোসেইন মৃধা। সহকারী পরিচালক পদ থেকে যে আটজন উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন তারা হলেন- মো. শহীদুল আলম সরকার, মো. একেএম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও একেএম ফজলে হোসেন।
দুদকের ১৭ কর্মকর্তার পদোন্নতি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















