ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

পঞ্চগড়-বোয়ালমারী-টুঙ্গিপাড়ায় ট্রেন সেবা চালুর দাবি

  • আপডেট সময় : ০১:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে

ফরিদপুর সংবাদদাতা : পঞ্চগড় থেকে ফরিদপুরের বোয়ালমারী হয়ে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল পর্যন্ত ট্রেন সেবা চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রেল উন্নয়ন সংগ্রাম পরিষদের আয়োজনে ফরিদপুরের বোয়ালমারী রেল স্টেশনে (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, রেল সেবা চালু হলে একদিকে যেমন উত্তরবঙ্গের পণ্য সহজেই এতদাঞ্চলে পৌঁছাবে যার প্রভাবে কমবে বিভিন্ন পণ্যের মূল্য। অপরদিকে দেশের উত্তরবঙ্গের মানুষ সহজেই যেতে পারবেন জাতির জনকের সমাধিস্থলে।
বক্তারা আরও বলেন, বর্তমানে রাজশাহী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত দুটি ট্রেন চলাচল করছে। এ রুটে ট্রেন চলাচল করলে ব্যবসায়ীক প্রসারের পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ সহজতর হবে। মানববন্ধনে রেল চালু সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. বদিউজ্জামান খান, যুগ্ম-আহ্বায়ক মো. মানোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক প্রভাষক জাহিদুল হক পল্লব প্রমুখ বক্তব্য রাখেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পঞ্চগড়-বোয়ালমারী-টুঙ্গিপাড়ায় ট্রেন সেবা চালুর দাবি

আপডেট সময় : ০১:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

ফরিদপুর সংবাদদাতা : পঞ্চগড় থেকে ফরিদপুরের বোয়ালমারী হয়ে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল পর্যন্ত ট্রেন সেবা চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রেল উন্নয়ন সংগ্রাম পরিষদের আয়োজনে ফরিদপুরের বোয়ালমারী রেল স্টেশনে (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, রেল সেবা চালু হলে একদিকে যেমন উত্তরবঙ্গের পণ্য সহজেই এতদাঞ্চলে পৌঁছাবে যার প্রভাবে কমবে বিভিন্ন পণ্যের মূল্য। অপরদিকে দেশের উত্তরবঙ্গের মানুষ সহজেই যেতে পারবেন জাতির জনকের সমাধিস্থলে।
বক্তারা আরও বলেন, বর্তমানে রাজশাহী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত দুটি ট্রেন চলাচল করছে। এ রুটে ট্রেন চলাচল করলে ব্যবসায়ীক প্রসারের পাশাপাশি উত্তরবঙ্গের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ সহজতর হবে। মানববন্ধনে রেল চালু সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. বদিউজ্জামান খান, যুগ্ম-আহ্বায়ক মো. মানোয়ার হোসেন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক প্রভাষক জাহিদুল হক পল্লব প্রমুখ বক্তব্য রাখেন।