ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

ফের অসুস্থ বিবার, ‘ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত

  • আপডেট সময় : ১২:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সুস্থ হয়ে গান আর কনসার্টে ফেরার মাস দেড়েকের মধ্যে আবারও বিশ্রামে ফিরতে হচ্ছে কানাডীয় পপ তারকা জাস্টিন বিবারকে। ফের অসুস্থতা বাড়ায় বিবার তার ‘ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত করেছেন, তাতে বাতিল হয়ে গেছে ভারতে নির্ধারিত কনর্সাটটিও। এনডিটিভি বলছে, দিল্লির জওহরলালা নেহরু স্টেডিয়ামে ২৮ অক্টোবর কনসার্টে আসার কথা ছিল বিবারের। কিন্তু ইনস্টাগ্রামে বুধবার কনসার্ট বাতিলের খবর নিজেই দিয়েছেন ২৮ বছর বয়সী এই শিল্পী। দীর্ঘ পোস্টে বিবার লিখেছেন, শরীর-স্বাস্থ্য নিয়ে আরেকটু যতœশীল হতে চলমান ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত করতে হচ্ছে তাকে। ‘সুস্থ’ হওয়ার জন্য কিছুদিন বিশ্রাম নিতে চান তিনি। গত জুনে যুক্তরাষ্ট্রে ‘জাস্টিস’ ওয়ার্ল্ড ট্যুর’ চলাকালে ‘র‌্যামসে হান্ট সিন্ড্রোমে’ আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সব ধরনের শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিবার। তাই বাতিল হয়েছিল নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও টরন্টোর শো।
সে সময় তার অবস্থার বিস্তারিত জানিয়ে ইনস্টাগ্রামে বিবার বলেছিলেন, ‘র‌্যামসে হানট সিন্ড্রোমে’ আক্রান্ত তিনি, মুখের অর্ধেক অংশে কোনো সাড়া ছিল না, ওই অংশ নড়াচড়াও করছিল না, পড়ছিল না চোখের পলক। মুখের বাঁ পাশের হাসি ডান পাশকে ছুঁতে পারছিল না, নাকের ছিদ্রটিও নড়ছিল না। মুখের ডান পাশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় মঞ্চে ওঠার উপায় ছিল না এই পপ তারকার। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় জুলাইয়ের মাঝামাঝি সময়ে তার কনসার্টে ফেরার খবর আসে। সে সময় ঘোষণা দেন, শো করবেন ইতালিতে। এর পর দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপেও কনাসর্ট করতে যাবেন দলবল নিয়ে। কিন্তু সেসব পরিকল্পনা আপাতত তাকে স্থগিত রাখতে হচ্ছে। সর্বশেষ পোস্টে বিবার লিখেছেন, “বছরের শুরুতে আমি ‘র‌্যামসে হান্ট সিন্ড্রোমে’র সঙ্গে আমার যুদ্ধের বিষয়টি সবাইকে জানিয়েছিলাম। সে সময় আমার মুখ পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল। ওই অসুস্থতার জন্য আমি ‘জাস্টিস ট্যুরের’ উত্তর আমেরিকার অংশটি সম্পূর্ণ করতে পারিনি। “তবে ঠিকঠাক বিশ্রাম এবং আমার চিকিৎসক, পরিবার ও দলের সদস্যদের সঙ্গে পরামর্শ করে সফর চালিয়ে যাওয়ার চেষ্টায় ইউরোপ গিয়েছিলাম। ওই সময় ছয়টি লাইভ শো আমি করেছি। গত সপ্তাহের শেষে আমি রক ইন রিওতে পারফর্ম করেছি। ব্রাজিলের কনসার্টে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি বলে মনে করি। কিন্তু এর প্রভাব পড়েছে শরীরের ওপর।”
বিবারের অবস্থা আসলে কতটা খারাপ? তিনি লিখেছেন, “মঞ্চ থেকে নামার পর ক্লান্তি আমাকে গিলে ফেলছে। বুঝতে পারছি, স্বাস্থ্যের দিকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাই সফর থেকে বিরতি নিচ্ছি। বিশ্রাম ও সুস্থ হওয়ার জন্য আমার সময় দরকার।“ ভক্ত-অনুরাগীদের শুভকামনার জবাবে তাদের ধন্যবাদ জানিয়েছেন বিবার, পাশে থাকার জন্য কৃতজ্ঞতা আর ভালোবাসা জানিয়ে পোস্টটি শেষ করেছেন তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের অসুস্থ বিবার, ‘ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত

আপডেট সময় : ১২:১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : সুস্থ হয়ে গান আর কনসার্টে ফেরার মাস দেড়েকের মধ্যে আবারও বিশ্রামে ফিরতে হচ্ছে কানাডীয় পপ তারকা জাস্টিন বিবারকে। ফের অসুস্থতা বাড়ায় বিবার তার ‘ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত করেছেন, তাতে বাতিল হয়ে গেছে ভারতে নির্ধারিত কনর্সাটটিও। এনডিটিভি বলছে, দিল্লির জওহরলালা নেহরু স্টেডিয়ামে ২৮ অক্টোবর কনসার্টে আসার কথা ছিল বিবারের। কিন্তু ইনস্টাগ্রামে বুধবার কনসার্ট বাতিলের খবর নিজেই দিয়েছেন ২৮ বছর বয়সী এই শিল্পী। দীর্ঘ পোস্টে বিবার লিখেছেন, শরীর-স্বাস্থ্য নিয়ে আরেকটু যতœশীল হতে চলমান ‘জাস্টিস ওয়ার্ল্ড ট্যুর’ স্থগিত করতে হচ্ছে তাকে। ‘সুস্থ’ হওয়ার জন্য কিছুদিন বিশ্রাম নিতে চান তিনি। গত জুনে যুক্তরাষ্ট্রে ‘জাস্টিস’ ওয়ার্ল্ড ট্যুর’ চলাকালে ‘র‌্যামসে হান্ট সিন্ড্রোমে’ আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সব ধরনের শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিবার। তাই বাতিল হয়েছিল নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও টরন্টোর শো।
সে সময় তার অবস্থার বিস্তারিত জানিয়ে ইনস্টাগ্রামে বিবার বলেছিলেন, ‘র‌্যামসে হানট সিন্ড্রোমে’ আক্রান্ত তিনি, মুখের অর্ধেক অংশে কোনো সাড়া ছিল না, ওই অংশ নড়াচড়াও করছিল না, পড়ছিল না চোখের পলক। মুখের বাঁ পাশের হাসি ডান পাশকে ছুঁতে পারছিল না, নাকের ছিদ্রটিও নড়ছিল না। মুখের ডান পাশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় মঞ্চে ওঠার উপায় ছিল না এই পপ তারকার। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় জুলাইয়ের মাঝামাঝি সময়ে তার কনসার্টে ফেরার খবর আসে। সে সময় ঘোষণা দেন, শো করবেন ইতালিতে। এর পর দক্ষিণ আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপেও কনাসর্ট করতে যাবেন দলবল নিয়ে। কিন্তু সেসব পরিকল্পনা আপাতত তাকে স্থগিত রাখতে হচ্ছে। সর্বশেষ পোস্টে বিবার লিখেছেন, “বছরের শুরুতে আমি ‘র‌্যামসে হান্ট সিন্ড্রোমে’র সঙ্গে আমার যুদ্ধের বিষয়টি সবাইকে জানিয়েছিলাম। সে সময় আমার মুখ পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল। ওই অসুস্থতার জন্য আমি ‘জাস্টিস ট্যুরের’ উত্তর আমেরিকার অংশটি সম্পূর্ণ করতে পারিনি। “তবে ঠিকঠাক বিশ্রাম এবং আমার চিকিৎসক, পরিবার ও দলের সদস্যদের সঙ্গে পরামর্শ করে সফর চালিয়ে যাওয়ার চেষ্টায় ইউরোপ গিয়েছিলাম। ওই সময় ছয়টি লাইভ শো আমি করেছি। গত সপ্তাহের শেষে আমি রক ইন রিওতে পারফর্ম করেছি। ব্রাজিলের কনসার্টে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি বলে মনে করি। কিন্তু এর প্রভাব পড়েছে শরীরের ওপর।”
বিবারের অবস্থা আসলে কতটা খারাপ? তিনি লিখেছেন, “মঞ্চ থেকে নামার পর ক্লান্তি আমাকে গিলে ফেলছে। বুঝতে পারছি, স্বাস্থ্যের দিকেই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তাই সফর থেকে বিরতি নিচ্ছি। বিশ্রাম ও সুস্থ হওয়ার জন্য আমার সময় দরকার।“ ভক্ত-অনুরাগীদের শুভকামনার জবাবে তাদের ধন্যবাদ জানিয়েছেন বিবার, পাশে থাকার জন্য কৃতজ্ঞতা আর ভালোবাসা জানিয়ে পোস্টটি শেষ করেছেন তিনি।