ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ভিয়েতনামে বারে আগুন, নিহত ১২

  • আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

এএফপি : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের একটি বারে অগ্নিকা-ে ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১১ জন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে একটি ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় বারের ভেতরে লোকজন আটকা পড়েন। আগুন থেকে বাঁচতে অনেকেই একটি ব্যালকনিতে আশ্রয় নেন। তবে ওই বারের বেশিরভাগ আসবাবপত্র কাঠের হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, অগ্নিকা-ে ১২ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। কী কারণে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনা তদন্ত করা হচ্ছে। ওই বারের কাছাকাছি থাকা প্রত্যক্ষদর্শী নুয়েন স্যাং বলেন, দমকল কর্মীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের জানানো হয় যে, বারের ভেতরে ৪০ জন আটকা পড়েছেন।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভিয়েতনামে বারে আগুন, নিহত ১২

আপডেট সময় : ০২:২৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

এএফপি : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের একটি বারে অগ্নিকা-ে ১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১১ জন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) রাতে একটি ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় বারের ভেতরে লোকজন আটকা পড়েন। আগুন থেকে বাঁচতে অনেকেই একটি ব্যালকনিতে আশ্রয় নেন। তবে ওই বারের বেশিরভাগ আসবাবপত্র কাঠের হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কিত হয়ে ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন। স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন যে, অগ্নিকা-ে ১২ জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে হতাহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। কী কারণে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনা তদন্ত করা হচ্ছে। ওই বারের কাছাকাছি থাকা প্রত্যক্ষদর্শী নুয়েন স্যাং বলেন, দমকল কর্মীর গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর পর তাদের জানানো হয় যে, বারের ভেতরে ৪০ জন আটকা পড়েছেন।