ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

সড়ক হবে তিন রঙের, ‘লাল’ থাকবে হকারমুক্ত

  • আপডেট সময় : ০২:১১:০১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সড়কগুলো গুরুত্ব অনুযায়ী লাল, হলুদ ও সবুজ এই তিন রঙে চিহ্নিত করা হবে। আগামী সপ্তাহ থেকেই চিহ্নিত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস। মেয়র বলেন, ‘আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ককে লাল রঙ দ্বারা চিহ্নিত করবো। এ ধরনের সড়কে কোনও হকার বসতে দেওয়া হবে না। যারা আছেন তাদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আর কিছু সড়ক গুরুত্ব অনুযায়ী হলুদ ও সবুজ চিহ্নিত করা হবে।’ তিনি জানান, আগামী সপ্তাহ থেকে লাল চিহ্নিত সড়ক ও হাঁটার পথ থেকে হকার সরানোর কার্যক্রম শুরু হবে।
গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হকার্স মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা এ হকার্স মার্কেটেকে দশতলা বিপনি-বিতান করবো যেখানে আমাদের হকারদের পুনর্বাবাসন করা হবে। এটি একটি দীর্ঘ প্রত্যাশা ছিল। বিভিন্ন কারণে যা বাস্তবায়িত হয়নি। এ মার্কেট ভবনের নির্মাণ কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। ‘
খেলার মাঠ ও পার্কে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমরা মাঠ ও পার্ক নিয়ে হাজার প্রতিকূলতা পার করছি। আমরা যদি কোনও সুনির্দিষ্ট এলাকায় সুনির্দিষ্ট মাঠে ও পার্কের বিষয়ে অভিযোগ পাই তা উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করবো।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক হবে তিন রঙের, ‘লাল’ থাকবে হকারমুক্ত

আপডেট সময় : ০২:১১:০১ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সড়কগুলো গুরুত্ব অনুযায়ী লাল, হলুদ ও সবুজ এই তিন রঙে চিহ্নিত করা হবে। আগামী সপ্তাহ থেকেই চিহ্নিত করার কাজ শুরু হবে বলে জানিয়েছেন ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস। মেয়র বলেন, ‘আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ককে লাল রঙ দ্বারা চিহ্নিত করবো। এ ধরনের সড়কে কোনও হকার বসতে দেওয়া হবে না। যারা আছেন তাদের পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। আর কিছু সড়ক গুরুত্ব অনুযায়ী হলুদ ও সবুজ চিহ্নিত করা হবে।’ তিনি জানান, আগামী সপ্তাহ থেকে লাল চিহ্নিত সড়ক ও হাঁটার পথ থেকে হকার সরানোর কার্যক্রম শুরু হবে।
গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হকার্স মার্কেটের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা এ হকার্স মার্কেটেকে দশতলা বিপনি-বিতান করবো যেখানে আমাদের হকারদের পুনর্বাবাসন করা হবে। এটি একটি দীর্ঘ প্রত্যাশা ছিল। বিভিন্ন কারণে যা বাস্তবায়িত হয়নি। এ মার্কেট ভবনের নির্মাণ কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন হবে। ‘
খেলার মাঠ ও পার্কে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমরা মাঠ ও পার্ক নিয়ে হাজার প্রতিকূলতা পার করছি। আমরা যদি কোনও সুনির্দিষ্ট এলাকায় সুনির্দিষ্ট মাঠে ও পার্কের বিষয়ে অভিযোগ পাই তা উদ্ধারে আমরা অভিযান পরিচালনা করবো।’