ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

ব্যর্থ পশ্চিমারা, ভবিষ্যৎ এশিয়ায়: পুতিনের হুঁশিয়ারি

  • আপডেট সময় : ০১:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, পশ্চিমা অর্থনীতির ব্যর্থতা এবং তাদের আগ্রাসী প্রচেষ্টা চাপিয়ে দেওয়ার কারণে এশিয়ার ক্রমবর্ধমান দেশগুলোকে ভবিষ্যৎ হিসেবে হাজির করেছে। গতকাল বুধবার রাশিয়ার ভ্লাদিবস্তকে ইস্টার্ন ইকনোমিক ফোরামে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইউক্রেনে আক্রমণের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এমন কঠোর নিষেধাজ্ঞা রুশ ইতিহাসে এর আগে কখনও আরোপ করা হয়নি। পুতিন এই আক্রমণকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করে আসছেন। ক্রেমলিনের পক্ষ থেকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে যুদ্ধের ঘোষণার সামিল বলে অভিহিত করা হয়েছে। ভাষণে পুতিন দাবি করেছেন, এসব নিষেধাজ্ঞা করোনাভাইরাস মহামারিকে ছাপিয়ে বৈশ্বিক অর্থনীতির প্রধান হুমকি হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, আমি পশ্চিমাদের নিষেধাজ্ঞার বাতিকের কথা বলছি। নির্লজ্জ ও আগ্রাসী ধরনের আচরণ অপর দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা, তাদের সার্বভৌমত্বকে খর্ব করা এবং তাদের ইচ্ছাশক্তিকে অধীনস্ত করার কথা বলছি। রুশ প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমারা তাদের মত বিশ্বের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের ক্ষমতা হ্রাস পাচ্ছে। বৈশ্বিক প্রবৃদ্ধির কেন্দ্র এখন এশিয়ায়। তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের সবক্ষেত্রে পরিবর্তন হয়েছে। বিশ্বের গতিশীল, প্রতিশ্রুতিশীল অর্থনীতির দেশ এবং অঞ্চল প্রাথমিকভাবে এশিয়া-প্রশান্ত অঞ্চলে উল্লেখযোগ্য বেড়েছে। পুতিন বলেছেন, রুশ তেল কিনতে গ্যাজপ্রমকে চীনা মুদ্রায় মূল্য পরিশোধ করতে পারবে চীন। এক্ষেত্রে অর্ধেক রুশ মুদ্রা রুবল ও বাকি অর্ধেক চীনের মুদ্রায় ইউয়ানে পরিশোধ হবে। রাশিয়ার অর্থনীতি পশ্চিমাদের আর্থিক ও কারিগরি আক্রমণ মোকাবিলা করছে উল্লেখ করে পুতিন স্বীকার করেছেন কিছু শিল্প ও অঞ্চলে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হত্যার দায় এড়াতে পারি না, আমাদের ব্যর্থতা আছে

ব্যর্থ পশ্চিমারা, ভবিষ্যৎ এশিয়ায়: পুতিনের হুঁশিয়ারি

আপডেট সময় : ০১:৪১:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, পশ্চিমা অর্থনীতির ব্যর্থতা এবং তাদের আগ্রাসী প্রচেষ্টা চাপিয়ে দেওয়ার কারণে এশিয়ার ক্রমবর্ধমান দেশগুলোকে ভবিষ্যৎ হিসেবে হাজির করেছে। গতকাল বুধবার রাশিয়ার ভ্লাদিবস্তকে ইস্টার্ন ইকনোমিক ফোরামে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ইউক্রেনে আক্রমণের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এমন কঠোর নিষেধাজ্ঞা রুশ ইতিহাসে এর আগে কখনও আরোপ করা হয়নি। পুতিন এই আক্রমণকে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে দাবি করে আসছেন। ক্রেমলিনের পক্ষ থেকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে যুদ্ধের ঘোষণার সামিল বলে অভিহিত করা হয়েছে। ভাষণে পুতিন দাবি করেছেন, এসব নিষেধাজ্ঞা করোনাভাইরাস মহামারিকে ছাপিয়ে বৈশ্বিক অর্থনীতির প্রধান হুমকি হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, আমি পশ্চিমাদের নিষেধাজ্ঞার বাতিকের কথা বলছি। নির্লজ্জ ও আগ্রাসী ধরনের আচরণ অপর দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা, তাদের সার্বভৌমত্বকে খর্ব করা এবং তাদের ইচ্ছাশক্তিকে অধীনস্ত করার কথা বলছি। রুশ প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমারা তাদের মত বিশ্বের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের ক্ষমতা হ্রাস পাচ্ছে। বৈশ্বিক প্রবৃদ্ধির কেন্দ্র এখন এশিয়ায়। তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের সবক্ষেত্রে পরিবর্তন হয়েছে। বিশ্বের গতিশীল, প্রতিশ্রুতিশীল অর্থনীতির দেশ এবং অঞ্চল প্রাথমিকভাবে এশিয়া-প্রশান্ত অঞ্চলে উল্লেখযোগ্য বেড়েছে। পুতিন বলেছেন, রুশ তেল কিনতে গ্যাজপ্রমকে চীনা মুদ্রায় মূল্য পরিশোধ করতে পারবে চীন। এক্ষেত্রে অর্ধেক রুশ মুদ্রা রুবল ও বাকি অর্ধেক চীনের মুদ্রায় ইউয়ানে পরিশোধ হবে। রাশিয়ার অর্থনীতি পশ্চিমাদের আর্থিক ও কারিগরি আক্রমণ মোকাবিলা করছে উল্লেখ করে পুতিন স্বীকার করেছেন কিছু শিল্প ও অঞ্চলে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।