ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ঢাবির নিয়মিত মাস্টার্সে বাইরের শিক্ষার্থীদেরও ভর্তির সুপারিশ

  • আপডেট সময় : ১০:১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে নিজেদের শিক্ষার্থী ভর্তি শেষে আসন ফাঁকা থাকলে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ভর্তির সুযোগ দিতে চায় ডিনস কমিটি। মঙ্গলবার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। ডিনস কমিটির সুপারিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেন ভর্তি হতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে তাদের কোনো বয়সসীমা থাকবে না, তবে ভর্তি পরীক্ষা দিতে হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীরাই কেবল নিজ বিভাগের মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন। ডিনস কমিটির সুপারিশ চূড়ান্ত হলে অন্য বিভাগেও তাদের ভর্তির সুযোগ তৈরি হবে।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “এক্ষেত্রে কিছু শর্ত থাকবে, যেগুলো মেনে আমাদের রেগুলার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ‘লাইফ লং এডুকেশনের’ প্রতি লক্ষ্য রেখে এখানে বয়সের কোনো বাধা রাখা হয়নি।” তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ থাকবে। তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে না এবং তিন বছর পর্যন্ত এই সুযোগ থাকবে, সেটি আগেও ছিল। “সুপারিশটা হল, যদি দেখা যায় যে বিভিন্ন কারণে অনার্স শেষে মাস্টার্স প্রোগ্রামে কয়েকজন ভর্তি হল না, দশটা সিট ফাঁকা থেকে গেল। তখন ওই ১০টি সিট পূর্ণ করার জন্য বিভাগ/ইনস্টিটিউট পর্যায় থেকে বিজ্ঞাপন দেওয়া হবে এবং আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে ফাঁকা আসনে তাদের ভর্তি করা হবে।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবির নিয়মিত মাস্টার্সে বাইরের শিক্ষার্থীদেরও ভর্তির সুপারিশ

আপডেট সময় : ১০:১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে নিজেদের শিক্ষার্থী ভর্তি শেষে আসন ফাঁকা থাকলে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও ভর্তির সুযোগ দিতে চায় ডিনস কমিটি। মঙ্গলবার উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির সভায় এ সুপারিশ করা হয়। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উপ- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। ডিনস কমিটির সুপারিশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যেন ভর্তি হতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। সেক্ষেত্রে তাদের কোনো বয়সসীমা থাকবে না, তবে ভর্তি পরীক্ষা দিতে হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীরাই কেবল নিজ বিভাগের মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন। ডিনস কমিটির সুপারিশ চূড়ান্ত হলে অন্য বিভাগেও তাদের ভর্তির সুযোগ তৈরি হবে।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “এক্ষেত্রে কিছু শর্ত থাকবে, যেগুলো মেনে আমাদের রেগুলার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা দিয়ে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ‘লাইফ লং এডুকেশনের’ প্রতি লক্ষ্য রেখে এখানে বয়সের কোনো বাধা রাখা হয়নি।” তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ থাকবে। তাদের ভর্তি পরীক্ষা দিতে হবে না এবং তিন বছর পর্যন্ত এই সুযোগ থাকবে, সেটি আগেও ছিল। “সুপারিশটা হল, যদি দেখা যায় যে বিভিন্ন কারণে অনার্স শেষে মাস্টার্স প্রোগ্রামে কয়েকজন ভর্তি হল না, দশটা সিট ফাঁকা থেকে গেল। তখন ওই ১০টি সিট পূর্ণ করার জন্য বিভাগ/ইনস্টিটিউট পর্যায় থেকে বিজ্ঞাপন দেওয়া হবে এবং আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে ফাঁকা আসনে তাদের ভর্তি করা হবে।”