ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ

  • আপডেট সময় : ০২:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা : মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অষ্টম ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আগামী ৩ থেকে ৭ অক্টোবর মালয়েশিয়ার লঙ্কাউইতে হবে ক্যারমের এই মর্যাদাকর আসর। ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ৯ সদস্যের বাংলাদেশ দল। এর মধ্যে খেলোয়াড় ৮ জন ও ১ জন কর্মকর্তা। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। তিনি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। এছাড়াও নিজেদের খরচে দুইজন অফিসিয়াল হিসেবে দলের সঙ্গে যাবেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম শিহাব মামুন ও কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব। ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে টুর্নামেন্টে অংশ নিলেও আপাতত ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন ১০ খেলোয়াড়। তারা হচ্ছেন- হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, আলী রবিন, আবদুল খালেক, হাসান, আফসানা নাসরিন, ফারাজানা বানু, শামসুন্নাহার মাকসুদা, সাবিনা আক্তার ও আইনুন নিশাত। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেছেন, ‘এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নিশ হওয়ার কথা ছিল ২০২০ সালে। করোনার কারণে পিছিয়ে ২০২১ সালে নেওয়া হয়েছিল। তাও হয়নি, এখন এ বছর হচ্ছে। আমরা ৫০ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ক্যাম্প করেছিলাম। সেখান থেকে জাতীয় দল গঠন করা হয়েছে। খেলোয়াড়রা এখন ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। যাওয়ার আগে এক সঙ্গে ক্যাম্প আয়োজন করা হবে।’ এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া হলে সেটা হবে বাংলাদেশের ২০১৯ সালের পর কোনো আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া। ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পুনেতে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশন কাপে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনির্দিষ্টকাল কর্মবিরতির ডাক প্রাথমিক শিক্ষকদের

ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ

আপডেট সময় : ০২:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

বিশেষ সংবাদদাতা : মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অষ্টম ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। আগামী ৩ থেকে ৭ অক্টোবর মালয়েশিয়ার লঙ্কাউইতে হবে ক্যারমের এই মর্যাদাকর আসর। ক্যারম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ৯ সদস্যের বাংলাদেশ দল। এর মধ্যে খেলোয়াড় ৮ জন ও ১ জন কর্মকর্তা। বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন। তিনি দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। এছাড়াও নিজেদের খরচে দুইজন অফিসিয়াল হিসেবে দলের সঙ্গে যাবেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম শিহাব মামুন ও কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব। ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে টুর্নামেন্টে অংশ নিলেও আপাতত ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন ১০ খেলোয়াড়। তারা হচ্ছেন- হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, আলী রবিন, আবদুল খালেক, হাসান, আফসানা নাসরিন, ফারাজানা বানু, শামসুন্নাহার মাকসুদা, সাবিনা আক্তার ও আইনুন নিশাত। বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেছেন, ‘এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নিশ হওয়ার কথা ছিল ২০২০ সালে। করোনার কারণে পিছিয়ে ২০২১ সালে নেওয়া হয়েছিল। তাও হয়নি, এখন এ বছর হচ্ছে। আমরা ৫০ জন খেলোয়াড় নিয়ে সিলেকশন ক্যাম্প করেছিলাম। সেখান থেকে জাতীয় দল গঠন করা হয়েছে। খেলোয়াড়রা এখন ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। যাওয়ার আগে এক সঙ্গে ক্যাম্প আয়োজন করা হবে।’ এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া হলে সেটা হবে বাংলাদেশের ২০১৯ সালের পর কোনো আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া। ২০১৯ সালের ডিসেম্বরে ভারতের পুনেতে ইন্টারন্যাশনাল ক্যারম ফেডারেশন কাপে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ।